কাঁকসা, 16 এপ্রিল : কাঁকসা থানার 11 মাই এলাকার এক জঙ্গল থেকে উদ্ধার হল ব্যক্তির পচা-গলা ঝুলন্ত দেহ। এই জঙ্গলের পাশেই রয়েছে CRPF ক্যাম্প।
CRPF ক্যাম্পের পাশে দুর্গন্ধ, উদ্ধার ঝুলন্ত দেহ - kanksa
কাঁকসা থানার 11 মাই এলাকার এক জঙ্গল থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচা-গলা ঝুলন্ত দেহ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
ছবিটি প্রতীকি
আজ সকালে জঙ্গল দিয়ে যাওয়ার সময় কয়েকজন দুর্গন্ধ পায়। এরপর জঙ্গলের ভিতর গাছ থেকে ঝুলন্ত পচা-গলা দেহটি দেখতে পায় তারা। কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃতদেহ দেখে পুলিশের অনুমান, প্রায় 7-8 দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।