পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আইন ভাঙছে সরকারই ! টোটোয় চলছে প্রচারাভিযান - ডিজিটাল রেশন কার্ডের প্রচারে টোটোর ব্যবহার

বেআইনি টোটোর দৌরাত্ম্য রুখতে চলছে জরিমানা ৷ এরমধ্যে খাদ্য দপ্তরের উদ্যোগে ডিজিটাল রেশন কার্ডের প্রচারে প্রশাসনের টোটো ব্যবহার নিয়ে দেখা দিয়েছে বিতর্ক ৷ যদিও জেলা তথ্য সংস্কৃতি বিভাগের আধিকারিকের সাফাই, কোনও যাত্রী তো আর ওই টোটোতে চাপছেন না ৷ তাই সরকারি প্রচারের কাজেই লাগানো হয়েছে ৷

টোটোয় চলছে প্রচার অভিযান

By

Published : Sep 16, 2019, 10:09 PM IST

আসানসোল, 16 সেপ্টেম্বর : বেআইনি টোটো নিয়ন্ত্রণ করতে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন ৷ বেআইনি টোটোর দৌরাত্ম্য রুখতে চলছে জরিমানাও ৷ এরইমধ্যে খাদ্য দপ্তরের উদ্যোগে ডিজিটাল রেশন কার্ডের প্রচারে প্রশাসনের টোটো ব্যবহার নিয়ে দেখা দিয়েছে বিতর্ক ৷

পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের উদ্যোগে ডিজিটাল রেশন কার্ড প্রদান ও পরিবর্তন সংশোধন সংক্রান্ত কর্মসূচি শুরু হয়েছে জেলাজুড়ে ৷ চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত ৷ আজ বিকেলে হোর্ডিং সজ্জিত একটি টোটোতে করে এই প্রচারাভিযান শুরু হয় ৷ জেলার তথ্য সংস্কৃতি বিভাগ সূত্রে জানা গেছে, গোটা জেলায় বেশ কয়েকটি টোটোতে এই প্রচার চালানো হবে ৷ জেলা তথ্য সংস্কৃতি বিভাগের আধিকারিক আজিজুর রহমান জানান, কর্মসূচিকে আরও গতিশীল করতেই টোটোর মাধ্যমে সারা জেলায় প্রচার চালানো হবে ৷ টোটোগুলোতে পর্যাপ্ত সংখ্যক লিফলেট এবং খাদ্য দপ্তরের ফর্ম থাকবে ৷" এই নিয়েই উঠেছে প্রশ্ন ৷ যে গাড়ির সরকারি ছাড়পত্র নেই, জাতীয় ও রাজ্য সড়কে যে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেই গাড়িতে কীভাবে প্রচার করতে পারে জেলার তথ্য সংস্কৃতি বিভাগ ৷ তবে কি প্রশাসন নিজেরাই ভাঙছে আইন ? পাশাপাশি, আজকের কর্মসূচির উদ্বোধন নিয়েও বিতর্ক দেখা দেয় ৷ প্রচার অভিযানের সূচনায় জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরির বদলে তাঁর স্বামী বিশ্বানাথ বাউরিকে দেখা যায় সবুজ পতাকা হাতে ৷

আরও পড়ুন : সুপারিশ ছাড়া মিলবে না ICU, রোগীর মৃত্যু জেলা হাসপাতালে

যদিও এ বিষয়ে জেলা তথ্য সংস্কৃতি বিভাগের আধিকারিক আজিজুর রহমানের সাফাই, কোনও যাত্রী তো আর ওই টোটোতে চাপছেন না ৷ সরকারি প্রচারের কাজেই লাগানো হয়েছে ৷ প্রচারাভিযানের সূচনায় স্বামীর হাতে সবুজ পতাকা নিয়ে মন্তব্য করতে চাননি সুভদ্রা ।

ABOUT THE AUTHOR

...view details