দুর্গাপুর, 25 ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে এসে বেসরকারি গ্যাস কম্পানি GEECL-এর সমস্যা মেটাতে নির্দেশ দিয়েছিলেন । সেই নির্দেশমতো শ্রমমন্ত্রী মলয় ঘটক কম্পানির মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে 17 ফেব্রুয়ারি আলোচনায় বসেন । কিন্তু আলোচনায় কোনও সমাধান সূত্র বের হয়নি । কাজ হারানো 29 জন শ্রমিককে কাজে পুনর্বহালের দাবিতে এবং কর্মদিবস ন্যূনতম 24 দিন করার দাবিতে ফের শুরু হল আন্দোলন ।
মেলেনি সমাধান সূত্র, এবার অনশনে GEECL-এর শ্রমিকরা - অনশন আন্দোলনে GEECL-এর শ্রমিকরা
সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে শ্রমমন্ত্রী মলয় ঘটককে তিনদিন সময় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । সমস্যা না মেটায় ফের শুরু হল আন্দোলন ।
সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে শ্রমমন্ত্রী মলয় ঘটককে তিনদিন সময় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । বলেছিলেন, "তিনদিনের মধ্যে সমাধান চাই, তিনদিন মানে তিনদিনই ৷" মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর মলয় ঘটক, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার, পশ্চিম বর্ধমানের জেলাশাসক ও আন্দোলনকারী তৃণমূলের নেতৃত্ব কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন । সেখানে প্রাথমিকভাবে কোনও সূত্র না বেরোলেও আলোচনা হয় দীর্ঘস্থায়ী । সবাই আশা করেছিল কোনও সূত্র নিশ্চয়ই বেরিয়ে আসবে । তারপরও কোনও ফল না মেলায় আজ থেকে ফের আন্দোলনে নামল তারা ।
আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ লক্ষ্মণ ঠাকুরের নেতৃত্বে অনশন আন্দেলনে নেমেছেন তাঁরা । এবিষয়ে লক্ষ্মণের হুঁশিয়ারি, তিনদিন আন্দোলনের পরও যদি সমস্যার সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে তারা ।