পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জামুড়িয়ায় গাড়ি দুর্ঘটনা, আহত ৪ - জামুড়িয়া

জামুরিয়ায় চান্দা মোড়ের কাছে পরপর তিনটি ট্রাক একে অপরের সঙ্গে ধাক্কা খায় । এই দুর্ঘটনায় আহত হয় ৪ জন ৷ দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে দু নম্বর জাতীয় সড়ক ৷

jamuria
জামুড়িয়ায়

By

Published : May 3, 2020, 8:11 PM IST

জামুরিয়া , 3মে : জামুরিয়ায় দু'নম্বর জাতীয় সড়কের চান্দা মোড়ের কাছে পরপর তিনটি ট্রাক একে অপরের সঙ্গে ধাক্কা খায় । এই দুর্ঘটনায় আহত হয় ৪ জন । দুর্ঘটনায় শেষ ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয় ৷ আটকে পড়ে ট্রাকটির চালক । গ্যাস কাটারের সাহায্যে ট্রাকের যন্ত্রাংশ কেটে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই ট্রাক চালককে । নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে । দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে দু নম্বর জাতীয় সডক ৷

বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা রতন পাল বলেন " আজ বিকেল নাগাদ আসানসোলের দিক থেকে দুর্গাপুরের দিকে পরপর তিনটি গাড়ি আসছিল । হঠাৎই চাঁদা মোড়ের কাছে প্রথম ট্রাকটি যাতে তেল ছিল সেটি ব্রেক কষে । এরপর পিছনের দুটি ট্রাক কাছাকাছি চলে এসে একে অপরকে ধাক্কা মারে । শেষের ট্রাকটির চালকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে পড়ে । আটকে পড়ে চালক । প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারের চেষ্টা করে । পরে জামুরিয়া থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । গ্যাস কাটারের সাহায্যে ক্ষতিগ্রস্ত ট্রাকের অংশ কেটে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চালককে । এর পর ওই ট্রাকের চালককে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এছাড়াও এই দুর্ঘটনায় অন্য দুটি ট্রাকের চালক ও খালাসি আহত হন বলে জানা গিয়েছে । দুর্ঘটনার জেরে খানিকক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে দুই নম্বর জাতীয় সড়ক । পরে পুলিশ নিয়ন্ত্রণে ফের যান চলাচল স্বাভাবিক হয় ৷

ABOUT THE AUTHOR

...view details