দুর্গাপুর, 4 জুলাই : টাকা না দিলে, 'গলায় পা' তুলে মাছ ব্যবসায়ীকে প্রাণে মারার হুমকি । তোলাবাজির অভিযোগ দুই তৃণমূল নেতার বিরুদ্ধে । দুর্গাপুরের 9 নম্বর ওয়ার্ডের সেকেন্ডারি রোডের ঘটনা । যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই দুই তৃণমূল নেতা ।
9 নম্বর ওয়ার্ডের 32 নম্বর স্ট্রিটে এক মাছ ব্যবসায়ীর থেকে তোলা আদায় করেন দুই তৃণমূল নেতা জয়ন্ত রক্ষিত ও রজত সেন । মাছ ব্যবসায়ী শ্যামপদ ধীবর জানান, মাস ছয়েক আগে 32 নম্বর স্ট্রিটে ব্যবসা শুরু করেন তিনি । ব্যবসার অনুমতি দেওয়ার জন্য তাঁর থেকে মাসিক 800 টাকা করে নেন তৃণমূল নেতা জয়ন্ত রক্ষিত ও রজত সেন । চলতি মাসে টাকা দিতে দেরি হওয়ায় তাঁকে প্রাণে মারার হুমকি দেন দুই তৃণমূল নেতা ও তাঁদের দলবল । ভীত মাছ ব্যবসায়ী ওই দুই তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্গাপুর মহকুমাশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে জানান, তিনি একটি অভিযোগ পেয়েছেন এবং পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন । অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক । 9 নম্বর ওয়ার্ডের চেয়ারপার্সন রিনা চৌধুরি জানান, তিনি একটি অভিযোগপত্র পেয়েছেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ কোনও রকম তোলাবাজি দলে বরদাস্ত করা হবে না ।
আরও পড়ুন : "বিকেলের মধ্যে টাকা দেব", বিক্ষোভের মুখে বললেন কাটমানি খাওয়া তৃণমূল নেতা
এদিকে তোলাবাজি ও কাটমানির টাকা ফেরতের দাবিতে আজ 9 নম্বর ওয়ার্ড তৃণমূল কার্যালয়ে পোস্টার সাঁটানো হয় । কিন্তু অভিযুক্ত তৃণমূল নেতা জয়ন্ত রক্ষিত বলেন, "সম্পূর্ণ চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে । আমি ব্লকের জয়েন্ট কনভেনারের দায়িত্ব পেয়েছি । স্বাভাবিকভাবে কেউ ঈর্ষাকাতর হয়ে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন । তোলাাবজি ও কাটমানি খাওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তহীন ।"