পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জামুড়িয়ার জনবহুল এলাকায় জীবাণুনাশক স্প্রে

কয়েকদিন আগে জামুড়িয়ার একাধিক এলাকা স্যানিটাইজ় করা হয় ৷ এবার জনবহুল এলাকাগুলিকে স্যানিটাইজ় করার কাজ শুরু হল ৷ দমকল কর্মীরা রাস্তার ধারে জীবাণুনাশক স্প্রে করেন ৷

জামুড়িয়ার জনবহুল এলাকাগুলিকে স্যানিটাইজ় করার কাজ শুরু
জামুড়িয়ার জনবহুল এলাকাগুলিকে স্যানিটাইজ় করার কাজ শুরু

By

Published : Apr 10, 2020, 5:16 PM IST

জামুড়িয়া, 10 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে জামুড়িয়ার একাধিক ওয়ার্ডে এবার জীবাণুনাশক স্প্রে করা হল ৷ আসানসোল পৌরনিগম ও জামুড়িয়ার বণিক মহলের যৌথ উদ্যোগে দমকল বিভাগের সাহায্যে বাজার সহ জনবহুল এলাকাগুলিকে জীবাণুমুক্ত করার জন্য এই কাজ শুরু হয় ।

আসানসোল পৌরনিগম ও বণিক মহলের সঙ্গে এই উদ্যোগে যোগ দেয় জামুড়িয়া থানার পুলিশও ৷ দমকল বিভাগের সাহায্যে জীবাণুমুক্ত করার জন্য স্যানিটাইজ় করা হয় জামুড়িয়ার একাধিক এলাকা । আজ সকাল থেকে দমকলের একটি ইঞ্জিন জামুড়িয়া বাজার ও জনবহুল এলাকাগুলিতে জীবাণুনাশক স্প্রে করার কাজ শুরু করে । এছাড়াও জামুড়িয়ার একাধিক ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে করা হয় ৷ রাসায়নিক স্প্রে করার কাজ শুরু হয় জামুড়িয়া বাসস্ট্যান্ড থেকে ৷ প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তার দু'পাশে এই রাসায়নিক স্প্রে করা হয় ।

দমকল কর্মীরা রাস্তার ধারে জীবাণুনাশক স্প্রে করছেন

জামুড়িয়া থানার পুলিশ, বণিক মহল ছাড়াও স্যানিটাইজ়ের এই কাজের সময় ছিলেন দু'নম্বর বোরোর চেয়ারম্যান শেখ সান্দার । তিনি বলেন, "আজ আমরা একাধিক ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে করার উদ্যোগ নিয়েছি । দমকল কর্মীদের সাহায্য নিয়ে জামুড়িয়া বাজার ও জনবহুল এলাকা দিয়েই শুরু করা হয় এই কাজ । জীবাণুনাশক রাসায়নিক স্প্রের কাজ আগামীদিনেও চলতে থাকবে ৷"

ABOUT THE AUTHOR

...view details