পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাফাইকর্মীদের সম্মান আসানসোলবাসীর

সসম্মানে বরণ করল সাফাইকর্মীদের ৷ আসানসোল পৌরনিগমের 55 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুমারপুরের ৷

asansol
আসানসোল

By

Published : Apr 6, 2020, 7:58 PM IST

Updated : Apr 6, 2020, 8:36 PM IST

আসানসোল , 6 এপিল : পঞ্জাবের পর আসানসোল ৷ সসম্মানে বরণ করল সাফাইকর্মীদের ৷ আসানসোল পৌরনিগমের 55 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুমারপুর এলাকায় সাফাই কর্মী সহ অন্যান্য পৌরকর্মীদের সম্মানিত করল সেখানকার বাসিন্দারা । ফুলের-মালা ব্যাচ পরিয়ে তাদের সম্মানিত করা হয় । দেওয়া হয় মাস্ক, সাবান সহ সুরক্ষার জিনিসপত্র । সঙ্গে মিষ্টির প্যাকেটও । এমন সম্মান পেয়ে উচ্ছ্বসিত সাফাই কর্মীরা ।

কোরোনার আতঙ্কে গোটা দেশ আতঙ্কিত । আর এই অবস্থায় আতঙ্ক উপেক্ষা করেও জরুরিভিত্তিতে এলাকা পরিচ্ছন্ন রাখতে কাজ করে যাচ্ছেন সাফাই কর্মীরা । যাতে কোনওভাবে জীবাণুঘটিত রোগ না ছড়ায় সে কারণে কীটনাশক ছড়াচ্ছেন পৌরনিগমের স্যানিটেশন বিভাগের কর্মীরা । এই কঠিন সময়েও তাদের বিরাম নেই । পৌরনিগমের পক্ষ থেকে তাদের দেওয়া হয়েছে মাস্ক, গ্লাবস, স্যানিটাইজার ।

সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন, তখন এই পৌরকর্মীরা যে ভাবে নিরলস কাজ করে যাচ্ছেন তার জন্য সবাই কৃতজ্ঞ ৷ কুমারপুর নাগরিক সমাজ তাঁদের এই কাজকে সম্মান জানিয়ে প্রত্যেকজন সাফাইকর্মীকে ফুলমালায় বরণ করলেন ৷ এই প্রসঙ্গে কুমারপুরের বাসিন্দা দানিশ আনসারি জানান "পৌরনিগমের কর্মীরা এই আতঙ্কের মাঝেও আমাদের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সহায়তা করছেন । কীটনাশক ছড়াচ্ছেন । এই কঠিন সময়ে তাই তাঁদের সম্মানিত করে আমরা গর্বিত হলাম ।"

সাফাইকর্মীদের নিয়ে কী বলেন কুমারপুকুরবাসী ? দেখুন ভিচিয়োয়...

অন্যদিকে , কানাইলাল বন্দোপাধ্যায় নামে এক পৌরকর্মী জানালেন "খুব ভালো লাগছে । এমন সম্মান এর আগে কখনও পাইনি ।"

Last Updated : Apr 6, 2020, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details