দুর্গাপুর, 11 ডিসেম্বর : নজির গড়লেন দুর্গাপুরের অজয় শাসমল ৷ নিজের দায়িত্বে পুত্রবধূর বিয়ে দিলেন তিনি । বর্তমান সমাজে শ্বশুর-শাশুড়ির সঙ্গে পুত্রবধূর কলহ নতুন কিছু না ৷ কিন্তু অজয় শাসমল আজ যেন দৃষ্টান্ত তৈরি করলেন ৷ সাত বছর আগে ব্যবসায়ী অজয় শাসমলের ছেলে উত্তম শাসমলের সঙ্গে বিয়ে হয় দেবশ্রী শাসমলের ৷ কিন্তু চার বছর আগে উত্তম একটি দুর্ঘটনায় পড়ে ৷ মানসিক ভারসাম্য হারায় সে ৷ অবসাদগ্রস্ত উত্তম একদিন আত্মহত্য়া করে । বিধবা দেবশ্রী শ্বশুরবাড়িতেই ছিলেন ৷ স্বামী না থাকলেও শ্বশুর ও শাশুড়ির সঙ্গে সংসার সামলাচ্ছিলেন ৷
এত অল্প বয়সে বিধবা হয়েছিল দেবশ্রী ৷ যা মেনে নিতে পারেননি অজয়বাবু ৷ তিনি বলেন, "অল্প বয়সে বউমা বিধবা হয়ে গেল ৷ আমি এটা মেনে নিতে পারিনি ৷ আমাদের বয়স কম ৷ মেয়েটির একটা আশ্রয় দরকার ছিল ৷ সেই ভাবনা থেকেই আমি বউমার বিয়ের ঠিক করি ৷ ও তো আমাদের মেয়ের মতোই ৷ ওর সুখ-সুবিধের কথা ভেবেই আমাদের এই সিদ্ধান্ত ৷"