দুর্গাপুর, 24 সেপ্টেম্বর : কেন্দ্রীয় সরকারের কৃষি বিল পাশ করানো নিয়ে তৃণমূল কংগ্রেস ও তাদের শাখা সংগঠনগুলির পক্ষ থেকে দুর্গাপুরে অভিনব প্রতিবাদ । কৃষক ও তাদের পরিবারের সদস্যরা হাতে লণ্ঠন, চাষের কাজে ব্যবহৃত সামগ্রী নিয়ে ধানক্ষেতে নেমে প্রতিবাদ জানাল । যার নেতৃত্বে ছিলেন দুর্গাপুর নগর নিগমের 4 নম্বর বরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ।
দুর্গাপুর নগর নিগমের 43 নম্বর ওয়ার্ডের নারায়ণপুর গ্রামে হয় এই প্রতিবাদ কর্মসূচি । আজ কৃষকদের পরিবারের সদস্য ও দলীয় তৃণমুল কংগ্রেসের শাখা সংগঠনের সদস্যদের নিয়ে জমির আল ধরে পদযাত্রা করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । দুর্গাপুর তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ,
কিষাণ খেত মজুর শাখার সদস্যরা জমিতে নেমে কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে গর্জে ওঠে । এই বিলের কারণে কৃষকদের জীবনে নামতে চলেছে ঘোর আঁধার । তাই তাদের হাতে হাতে ছিল লণ্ঠন ।
পরিবার নিয়ে ধানক্ষেতে কৃষি বিলের প্রতিবাদ কৃষকদের
দুর্গাপুর নগর নিগমের 43 নম্বর ওয়ার্ডের নারায়ণপুর গ্রামে হয় এই প্রতিবাদ কর্মসূচি ।
K
তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, " মোদি সরকার একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে মানুষের ক্ষতি করেছে । এই কৃষি বিল যা দেশের কৃষকদের জীবনকে তছনছ করে দেবে, অবিলম্বে এই বিল প্রত্যাহার করা উচিত। "