পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mother sitting beside decomposed body of son: মৃত ছেলের পচন ধরা দেহ আগলে বসে মা, রবিনসন স্ট্রিটের ছায়া দুর্গাপুরে - ছেলের দেহ আগলে বসে মা

মৃত ছেলের পচন ধরা দেহ আগলে বসে আছেন বৃদ্ধা মা (Mother sitting beside decomposed body of son)৷ রবিনসন স্ট্রিটের ছায়া দুর্গাপুরে (Durgapur news)৷ প্রতিবেশীরা পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেন ৷

Elderly woman found sitting beside son's decomposed body at Durgapur
মৃত ছেলের পচন ধরা দেহ আগলে বসে আছেন মা, রবিনসন স্ট্রিটের ছায়া দুর্গাপুরে

By

Published : May 16, 2022, 11:36 AM IST

দুর্গাপুর, 16 মে: কলকাতার রবিনসন স্ট্রিটের ছায়া এ বার দুর্গাপুরে (Durgapur news)৷ মৃত ছেলের দেহ আগলে বসেছিলেন মা (Mother sitting beside decomposed body of son)। দেহ পচে গন্ধ ছড়াতেই বিষয়টি জানতে পারেন আত্মীয় ও প্রতিবেশীরা । দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পচাগলা মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় ।

দুর্গাপুর স্টিল টাউনশিপের সেকেন্ডারি রোডের দুর্গাপুর ইস্পাত কারখানার 31/16 নম্বর আবাসনে 80 বছরের বৃদ্ধা মায়ের সঙ্গে থাকতেন সুশীল জানা (40)। তাঁদের পাশের আবাসনেই পরিবার নিয়ে থাকেন তাঁর দাদা সুনীল জানা । সুত্র থেকে জানা যাচ্ছে, সুশীল জানা মানসিক ভারসাম্যহীন ছিলেন । সম্প্রতি তিনি একটি দোকানে কাজ করতেন । কিন্তু গত 4 দিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলে জানা যাচ্ছে (Robinson street news)।

সুশীলের ভাইঝি শ্রেয়সী জানা জানিয়েছেন, "আমার কাকাকে তিনদিন আগে শেষবার আমি দেখি । আমাদের সঙ্গে কাকার সম্পর্ক ভালো ছিল না । ঠাকুমা আমার মায়ের কাছে কাকুর চিকিৎসার জন্য টাকা চাইতে এসেছিলেন । আমাদের এক প্রতিবেশী গন্ধ পেয়ে দেখতে যান এবং দেখেন ঘরের খাটে কাকুর পচা গলা দেহ পড়ে আছে । ঠাকুমা আগলে বসেছিল দেহ ।"

আরও পড়ুন:রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া, কলকাতার রামগড়ে ছেলের মৃতদেহ আগলে বৃদ্ধা

রবিনসন স্ট্রিটের ছায়া দুর্গাপুরে

এই খবর পেয়ে ঘটনাস্থলে যান এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পল্লবরঞ্জন নাগ । পুলিশকে খবর দেওয়া হয় । দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় । দুর্গন্ধ ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । মা ছেলের দেহ আগলে বসেছিলেন । যখন পুলিশের পক্ষ থেকে দেহ বের করা হয় তখন মা-এর আকুতি, "ডাক্তার দেখিয়েই ছেলেকে নিয়ে এসো ।" বৃদ্ধা যে মানসিক ভাবে সুস্থ নন, সে কথা জানালেন জনৈক প্রতিবেশী ।

ABOUT THE AUTHOR

...view details