পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Siblings Care for Stray Dogs: পথকুকুরদের বাঁচানোর বার্তা নিয়ে দুর্গাপুর থেকে ভুবনেশ্বর দাদা-বোনের সাইকেল যাত্রা

বাস্তুতন্ত্র বাঁচাতে সারমেয়দের বাঁচানো দরকার ৷ সেই বার্তা দিতে দাদা-বোনের সাইকেল যাত্রা দুর্গাপুর থেকে ভুবনেশ্বর পর্যন্ত (Siblings Care for Stray Dogs) ৷

Stray Dogs
পথকুকুর বাঁচানোর বার্তা

By

Published : Feb 2, 2023, 6:05 PM IST

পথকুকুরদের বাঁচানোর বার্তা নিয়ে দাদা-বোনের সাইকেল যাত্রা

দুর্গাপুর, 2 ফেব্রুয়ারি:পথকুকুর এবং বন্যপ্রাণী নিধন রুখতে বার্তা দিচ্ছেন দাদা ও বোন ৷ এই বার্তা দিতে তাঁরা বেরিয়ে পড়েছেন সাইকেল নিয়ে ৷ সচেতনতার বার্তা দিতে পাড়ি দিচ্ছেন 527 কিলোমিটার পথ ৷ আর তার শুরুটা হল দুর্গাপুর থেকে (Durgapur siblings head to Bhubaneswar on cycle) ৷ দাদা দীপ্ত রায় পেশায় ইস্পাত কারখানার কর্মী ৷ আর বোন ছন্দা পাঁজা পেশায় একজন স্কুল শিক্ষিকা ।

জানা গিয়েছে, শৈশব থেকেই দুজনেই পশুপ্রেমী । বিভিন্ন সময় পশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদে পথেও নেমেছেন । এবার দুর্গাপুরের গান্ধি মোড় থেকে সচেতনতার বার্তা দিয়ে সাইকেল নিয়ে ওড়িশার ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলেন তাঁরা । ওড়িশা যাওয়ার পথে বাঁকুড়া, মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে তাঁরা সচেতনতার বার্তা দেবেন ৷ অসুস্থ পথ কুকুরদের শুশ্রূষা করবেন ৷ আর রাজ্য থেকে ভুবনেশ্বরের পথ 527 কিলোমিটার। ভুবনেশ্বরে গিয়েও তাঁরা জনসাধারণের মধ্যে বন্যপ্রাণী এবং পথকুকুরদের বাঁচানোর বার্তা দেবেন (spread awareness about saving stray dogs)। এই উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছে শিল্পাঞ্চলবাসী ।

স্কুল শিক্ষিকা ছন্দা পাঁজা বলেন, "আমাদের বার্তা খুব স্পষ্ট । সবাই হচ্ছে সমাজের অঙ্গ। পশুপাখি না থাকলে বাস্তুতন্ত্র বিপন্ন হবে। পশুরা না-বাঁচলে বাস্তুতন্ত্র বাঁচবে না । আমরা মানুষেরা মারা যাব । তাই আমাদের মানুষের কাছে আবেদন পশুকে ভালোবাসতে না পারুন দয়া করে তাকে মারবেন না । শুধু সাধারণ মানুষকে বার্তা দেব না ৷ কিছু অতি প্রয়োজনীয় ওষুধপত্র নিয়েও আমরা বেরিয়েছি ।

তিনি আরও বলেন, "রাস্তার কুকুরদের শরীরে অনেক সময় ক্ষত তৈরি হয় । সেই ক্ষত স্থানে এক ধরনের পোকা জন্মায় ৷ যারা ওই কুকুরটিকে মেরে ফেলে । আমরা রাস্তায় এরকম কোন কুকুর দেখতে পেলে নিজে হাতে তার সেবা করে তাকে সুস্থ করার প্রচেষ্টা চালাব ।" দাদা দীপ্ত রায় বলেন, "বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই জানিয়েছেন যে এই কুকুর-বিড়াল যদি না থাকে তালে বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাবে । সমস্ত জীবাণু তখন এসে আক্রমণ করবে মানবজাতিকে । আর সেই আক্রমণ রোধ করার ক্ষমতা আমাদের নেই। তাই সমগ্র পশুপাখীদের রক্ষা করতেই হবে ।"

প্রসঙ্গত, ধর্মপুরাণ 'বেদ'-এ পশু-প্রাণীর সুরক্ষার কথা উল্লেখ রয়েছে। সম্রাট অশোক, অরণ্য ধ্বংস এবং বন্য পশুপ্রাণীর হত্যা রোধের মতো বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়েছিলেন। আবার স্বামী বিবেকানন্দ বলেছিলেন, "জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।" কিন্তু বর্তমান পরিস্থিতিতে দিকে দিকে বেড়েই চলেছে বন্য জীবজন্তু এবং পথকুকুরদের হত্যা ও তাদের উপর নির্যাতনের নির্মম ঘটনা । বিভিন্ন জায়গায় এই নির্মম হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে পশুপ্রেমীরা। এবার পথকুকুর এবং বন্যপ্রাণী নিধণ রুখতে এবং সচেতনতার বার্তা পৌঁছে দিতে সাইকেল নিয়ে যাত্রা শুরু করলেন দাদা ও বোন ।

আরও পড়ুন:বাল্যবিবাহ রোধ ও নারী শিক্ষার বার্তা নিয়ে কলকাতা থেকে পুরুলিয়া সাইকেল যাত্রা দুই বন্ধুর

ABOUT THE AUTHOR

...view details