দুর্গাপুর, 2 ফেব্রুয়ারি:পথকুকুর এবং বন্যপ্রাণী নিধন রুখতে বার্তা দিচ্ছেন দাদা ও বোন ৷ এই বার্তা দিতে তাঁরা বেরিয়ে পড়েছেন সাইকেল নিয়ে ৷ সচেতনতার বার্তা দিতে পাড়ি দিচ্ছেন 527 কিলোমিটার পথ ৷ আর তার শুরুটা হল দুর্গাপুর থেকে (Durgapur siblings head to Bhubaneswar on cycle) ৷ দাদা দীপ্ত রায় পেশায় ইস্পাত কারখানার কর্মী ৷ আর বোন ছন্দা পাঁজা পেশায় একজন স্কুল শিক্ষিকা ।
জানা গিয়েছে, শৈশব থেকেই দুজনেই পশুপ্রেমী । বিভিন্ন সময় পশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদে পথেও নেমেছেন । এবার দুর্গাপুরের গান্ধি মোড় থেকে সচেতনতার বার্তা দিয়ে সাইকেল নিয়ে ওড়িশার ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলেন তাঁরা । ওড়িশা যাওয়ার পথে বাঁকুড়া, মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে তাঁরা সচেতনতার বার্তা দেবেন ৷ অসুস্থ পথ কুকুরদের শুশ্রূষা করবেন ৷ আর রাজ্য থেকে ভুবনেশ্বরের পথ 527 কিলোমিটার। ভুবনেশ্বরে গিয়েও তাঁরা জনসাধারণের মধ্যে বন্যপ্রাণী এবং পথকুকুরদের বাঁচানোর বার্তা দেবেন (spread awareness about saving stray dogs)। এই উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছে শিল্পাঞ্চলবাসী ।
স্কুল শিক্ষিকা ছন্দা পাঁজা বলেন, "আমাদের বার্তা খুব স্পষ্ট । সবাই হচ্ছে সমাজের অঙ্গ। পশুপাখি না থাকলে বাস্তুতন্ত্র বিপন্ন হবে। পশুরা না-বাঁচলে বাস্তুতন্ত্র বাঁচবে না । আমরা মানুষেরা মারা যাব । তাই আমাদের মানুষের কাছে আবেদন পশুকে ভালোবাসতে না পারুন দয়া করে তাকে মারবেন না । শুধু সাধারণ মানুষকে বার্তা দেব না ৷ কিছু অতি প্রয়োজনীয় ওষুধপত্র নিয়েও আমরা বেরিয়েছি ।