বাড়ছে সংক্রমণ, দুর্গাপুরে বন্ধ মিনিবাস পরিষেবা
রবিবার দুর্গাপুরের মিনিবাস মালিক সংগঠনগুলি কর্মীদের নিয়ে একটি জরুরি বৈঠক করে । সেই বৈঠকে মিনিবাসের কর্মীরা নিজেদের ভীতির কথা মালিক সংগঠনগুলির কাছে তুলে ধরেন । এই বৈঠকের পর মালিক সংগঠন সিদ্ধান্ত নেয়, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য দুর্গাপুরে মিনি বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হবে ।
দুর্গাপুর , 20 জুলাই : দুর্গাপুরে ক্রমাগত বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । আর সেই কারণেই সেখানে পরিষেবা বন্ধ করল মিনিবাস মালিক সংগঠনগুলি । আজ থেকে অনির্দিষ্টকালের জন্য এই পরিষেবা বন্ধ থাকবে ।
রবিবার দুর্গাপুরের মিনিবাস মালিক সংগঠনগুলি কর্মীদের নিয়ে একটি জরুরি বৈঠক করে । সেই বৈঠকে মিনিবাসের কর্মীরা নিজেদের ভীতির কথা মালিক সংগঠনগুলির কাছে তুলে ধরেন । এই বৈঠকের পর মালিক সংগঠন সিদ্ধান্ত নেয়, সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য দুর্গাপুরে মিনি বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হবে । মিনিবাস মালিক সংগঠনের অন্যতম সম্পাদক কাজলকুমার দে বলেন, "আমরা একদিকে যেমন মিনিবাস কর্মীদের নিরাপত্তার কথা ভেবেছি সঙ্গে ভেবেছি যাত্রীদের সুরক্ষার কথাও । প্রশাসনের পক্ষ থেকে আমাদের বিন্দুমাত্র সাহায্য করা হয়নি । আমরা জেলাশাসকের সঙ্গে বৈঠকে বলেছিলাম যাতে নিয়মিত মিনিবাস স্ট্যান্ড এবং বাসগুলিকে জীবাণুমুক্ত করে দেওয়া হয় । কিন্তু সেই কাজ প্রশাসনের পক্ষ থেকে একবারও করা হয়নি । প্রায় একমাস আমরা বাস চালাচ্ছিলাম । আশানরূপ যাত্রী না পেলেও আমরা কোনওরকমে বাস চালিয়ে গেছি । কিন্তু এখন যা দেখছি দুর্গাপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে । তাই আমরা আর ঝুঁকি নিতে পারলাম না ।"
দুর্গাপুর মহকুমায় 270টি মিনিবাস চলাচল করে । দুর্গাপুরের এ-জ়োন , বি-জ়োন , 8বি , দুর্গাপুর-ওয়ারিয়া , দুর্গাপুর -অন্ডাল , উখরা , রানিগঞ্জ , পাণ্ডবেশ্বর রুটে চলাচল করে বাসগুলি । এগুলি আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছে মিনিবাস মালিক সংগঠনগুলি । পরিস্থিতি যতদিন না পর্যন্ত স্বাভাবিক হচ্ছে ততদিন পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে ।