পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বায়োগার্ডেন প্রকল্প গ্রামীণ অর্থনীতিতে উন্নয়নের দিশা দেখাচ্ছে

গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে দিশা দেখাচ্ছে দুর্গাপুর- ফরিদপুর ব্লকের প্রতাপপুরের বায়োগার্ডেন ৷ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে চাষবাস করা হচ্ছে এখানে ৷ এছাড়াও বিভিন্ন কলমে চারা উৎপাদন করা হচ্ছে।

Durgapur
দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বায়োগার্ডেন প্রকল্প গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে দিশা দেখাচ্ছে

By

Published : Jul 26, 2021, 10:20 PM IST

দুর্গাপুর, 26 জুলাই: চাষবাসও এখন গ্রামীণ অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করছে ৷ সম্প্রতি দুর্গাপুর- ফরিদপুর ব্লকের প্রতাপপুরে দেশীয় প্রযুক্তিতে বায়োগার্ডেনে চাষ হচ্ছে আদা, হলুদ সহ একাধিক ফলের । এছাড়াও বিভিন্ন কলমে চারা উৎপাদন করা হচ্ছে । পেয়ারা, লেবু, ন্যাসপাতি, বিভিন্ন প্রজাতির আম, সহ বিভিন্ন ফুলের গাছেরও ।

শুধু ফুল বা ফল নয়, বিদেশি প্রজাতির মুরগি (কড়কনাথ, সোনালী) চাষ হচ্ছে এই বায়োগার্ডেনে । বিভিন্ন রকমের মাছের চাষ হচ্ছে এখানে । সমস্তটাই দেশীয় প্রযুক্তিতে ৷ পাশে দাঁড়িয়েছে কৃষি দফতর এবং প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত । দুর্গাপুর বায়োগার্ডেনের এই সব চারাগাছ পৌঁছে যাচ্ছে পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ।

বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পঞ্চায়েত থেকে এবং কৃষি দফতর থেকে । এই সমস্ত গাছের ঝড়ে যাওয়া শুকনো পাতা পচে গেলে তা থেকে তৈরি হচ্ছে কেঁচো সার । আর সেই সার দিয়েই গাছগুলিকে বড় করে তোলা হচ্ছে । বায়োগার্ডেনে যে বিদ্যুতের ব্যবহার হচ্ছে তাও সৌরশক্তির মাধ্যমে । পুরোটাই পরিবেশবান্ধব পদ্ধতিতে । কাজ করছেন প্রায় 20 জন কর্মী ।

দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বায়োগার্ডেন প্রকল্প গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে দিশা দেখাচ্ছে

আরও পড়ুন: রেজিস্ট্রেশনের পরও মিলল না টিকা, বিক্ষোভ আসানসোলে

করোনা পরিস্থিতিতেও কাজ হারাননি কোন কর্মী । এই খামারের ভিতর পঞ্চায়েতও বিভিন্ন প্রকল্প গড়ে তুলেছে । বিকল্প পদ্ধতিতে দেশীয় সার ব্যবহার করে সারা বছর বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুন, ধনেপাতা, লঙ্কা, হলুদ, লাউ, কুমড়ো, উচ্ছে, ঝিঙে, সরিষা সহ বিভিন্ন শাক-সবজির চাষ করে তাক লাগাচ্ছেন এই গার্ডেনের কর্মীরা । রাসায়নিক সারের ব্যবহার ছাড়া উৎপাদিত স্বাস্থ্যকর সবজি কখনও মিড-ডে মিলে আবার কখনও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পৌঁছে যাচ্ছে । আরও বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলে জানান প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সঞ্জয় মুখোপাধ্যায় । এই বায়োগার্ডেন গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে দিশা দেখাচ্ছে । আর বর্তমান রাজ্য সরকার সমস্তরকমভাবে এদের সাহায্য করছে ।

ABOUT THE AUTHOR

...view details