পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চিন্তা করো না, যা ফেস করার আমিই করব ; বাবাকে বলল অর্ণব

ভালো আছি, যা ফেস করার আমিই করব । বাবাকে ফোনে আশ্বস্ত করলেন নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায় ।

হারাধন রায়

By

Published : Apr 25, 2019, 2:06 PM IST

Updated : Apr 25, 2019, 3:34 PM IST

আসানসোল, 25 এপ্রিল : "চিন্তা করো না বাবা, ভালো আছি, যা ফেস করার আমিই করব ।" খোঁজ পাওয়ার পর বাবাকে ফোনে একথা জানালেন নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায় । অর্ণবের বাবা হারাধন রায় জানান, ছেলে ফিরে আসছে এটাই স্বস্তি।

নদিয়ার EVM ও VVPAT-এর দায়িত্বে থাকা অর্ণব রায় 18 এপ্রিল নিখোঁজ হন । তিনি NREGA ডিস্ট্রিক্ট অফিসার ছিলেন । 18 তারিখও জেলাশাসকের দপ্তরে কাজ করছিলেন । দুপুর দু'টোর পর সেখান থেকেই নির্বাচন সংক্রান্ত কাজে কৃষ্ণনগর BPCIT কলেজের উদ্দেশে রওনা হয়েছিলেন । গাড়িচালকসহ অন্যরা ফিরে এলেও অর্ণবের খোঁজ পাওয়া যায়নি ।

ভিডিয়োয় শুনুন হারাধন রায়ের বক্তব্য

আজ হাওড়া থেকে তাঁকে উদ্ধার করেন CID-র অফিসাররা । ছেলের খোঁজ পাওয়ার পর হারাধনবাবু বলেন, "খবরটা পাওয়ার পরই ছেলেকে ফোন করি । ও বলে চিন্তা করো না বাবা আমি ভালো আছি । যা ফেস করার করব ।" তিনি আরও বলেন, "ও ফিরে এসেছে এটাই স্বস্তির । ঠিক কী ঘটেছিল তা পরে জানব ।"

এই সংক্রান্ত খবর :হাওড়া স্টেশন থেকে উদ্ধার অর্ণব, জানালেন নদিয়ার SP

Last Updated : Apr 25, 2019, 3:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details