পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুরের ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরাল তৃণমূল

2021এর নির্বাচনে বিজেপি বিপুল ভোটে পরাজিত হয় । তারপরেই বহু বিজেপি কর্মীরা ঘরছাড়া হয়েছিল । এদিন তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর ফরিদপুরের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় 40টি পরিবারকে ঘরে ফেরান ।

দুর্গাপুরের ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরাল তৃণমূল
দুর্গাপুরের ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরাল তৃণমূল

By

Published : Jun 18, 2021, 5:10 PM IST

দুর্গাপুর, 18 জুন :শুক্রবার প্রায় 40টি পরিবারকে মিষ্টি খাইয়ে, ফুলের তোড়া দিয়ে বরণ করে ঘরে ফেরাল তৃণমূল ৷ পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন ডাঙ্গা এলাকায় তৃণমূলের উদ্যোগে আজ ঘরে ফিরলেন 40 টি বিজেপি পরিবার ৷

2021এর নির্বাচনে বিজেপি বিপুল ভোটে পরাজিত হয় । তারপরেই বহু বিজেপি কর্মীরা ঘরছাড়া হয়েছিল । তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর ফরিদপুরের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় 40টি পরিবারকে ঘরে ফেরান । এদিন সুজিতবাবু বলেন, "এবারে নির্বাচনে গোগলা অঞ্চলে তৃণমূলের আসানুরূপ ফলাফল হয়নি ৷ ঘটনার পর্যালোচনা করে দেখা গিয়েছে আমাদের কয়েকজন কাছের মানুষ বাইরের লোকের প্ররোচনায় বিজেপিতে যোগদান করেছিল ৷ সেই জন্য এবারে ভোটের ফলে প্রভাব পড়েছে ৷"

মূলত রাম সিংয়ের নেতৃত্বে গোগলার বহু তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেছিলেন ৷ ভোটের ফলাফলের পরে রাম সিং-সহ অনেকেই ঘর ছাড়া ছিলেন ৷ এদিন সুজিত মুখোপাধ্যায়ের উদ্যোগে বহু বিজেপি কর্মী ঘরে ফেরেন ৷

সবুজ রসগোল্লা খাইয়ে বিজেপি কর্মীদের ঘরে ফেরাল টিএমসি

রাম সিং বলেন, " বিজেপিতে যোগদান করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ৷ আমি বহুদিন ঘর ছাড়া ছিলাম ৷ পরে এলাকার তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করলে তারাই আমাদের ঘরে ফিরিয়ে এনেছেন ৷ আমি আবার তৃণমূলে ফিরে আসতে চাই ৷ দলের হয়ে কাজ করতে চাই ৷ "

আরও পড়ুন :বৃষ্টিতে বাঁশের সেতু ভেসে গেল দামোদরে

ABOUT THE AUTHOR

...view details