দুর্গাপুর, 26 নভেম্বর: মহুয়া মৈত্রের সমালোচনা করতে গিয়ে প্রকাশ্য পথসভায় অশালীন মন্তব্য করে বসলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷ রবিবাসরীয় সকালে দুর্গাপুরের গোপালমাঠে 'চায়ে পে চর্চা'য় যোগ দিয়ে তিনি বলেন, সংসদে গালাগালি দেন কৃষ্ণনগরের সাংসদ ৷ এই দাবি করার সময় তিনি পথসভাতে দাঁড়িয়েই উচ্চারণ করেন সেই অশালীন মন্তব্য ৷ আর তার জেরেই বিতর্কের সৃষ্টি হয়েছে ৷ দিলীপকে একহাত নিয়ে শাসকদল বলেছে, 2024 সালে বাংলার মানুষই এর জবাব দেবে ৷
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করা এবং আর্থিক লাভের জন্য জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোস করার অভিযোগে তদন্তে নেমেছে সিবিআই । রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে দুর্গাপুরের গোপালমাঠে এ প্রসঙ্গেই মহুয়ার বিরুদ্ধে আক্রমণ শানান বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "তিনি জনপ্রতিনিধি হয়ে, একজন মহিলা হয়ে সংসদে দাঁড়িয়ে গালাগালি দেন ৷ দেশের সম্পত্তি বেঁচেছেন বিদেশের মাটিতে, দেশের নিরাপত্তার সঙ্গে আপোস করে এখন এথিক্স কমিটির প্রশ্নের উত্তর না দিয়ে সবাইকে গালাগালি করছেন, সব বের হতে শুরু হয়েছে ৷ দোষী প্রমাণিত হলে শাস্তি হওয়া দরকার ।"
প্রকাশ্য পথসভায় দিলীপ ঘোষের অশালীন মন্তব্য উচ্চারণ প্রসঙ্গে তাঁর বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের নেতা উত্তম মুখোপাধ্যায় ৷ তিনি বলেন, "অসভ্য বর্বরদের দল । এরা প্রকাশ্যে সবাই এই ধরনের ভাষা উচ্চারণ করতে পারে । তাই বাংলার মানুষ 2021 সালে তাদেরকে জবাব দিয়েছে, 2024 সালে গোটা দেশের মানুষ বিজেপিকে মোক্ষম জবাব দেবে ।"