কাঁকসা, ২০ মার্চ : সেচখালের কালভার্ট থেকে উদ্ধার মহিলার পচাগলা দেহ। মৃতের নাম বুদিন টুডু(৫০)। আজ তার দেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি কাঁকসার তেলিপাড়ার।
৮ দিন পর উদ্ধার মহিলার পচাগলা দেহ - কাঁকসা
মহিলার পচাগলা দেহ উদ্ধার হল সেচখালের কালভাট থেকে। আটদিন ধরে নিখোঁজ ছিল ওই মহিলা। স্থানীয়রা তাঁকে প্রথম শনাক্ত করেন।
ছবিটি প্রতীকী
আট দিন আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান পিয়ারিগঞ্জের বাসিন্দা বুদিন টুডু। নিখোঁজের পরের দিন কাঁকসা থানায় অভিযোগও দায়ের করা হয়। গতকাল রাতে দুর্গন্ধ পায় স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হলে পুলিশ এসে তেলিপাড়ার সেচখালের কালভার্ট থেকে মৃতদেহটিকে উদ্ধার করে। স্থানীয়রা বুদিনের দেহ শনাক্ত করে। তার পরিবারকে খবর দেওয়া হয়। তারাও মৃতদেহটিকে শনাক্ত করে। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।