আসানসোল, 1 জুলাই: সাইবার ক্রাইম জগতে 'জামতাড়া গ্যাং'এখন পরিচিত নাম । আর সেই জামতাড়া গ্যাংয়ের চারজন কুখ্যাত অপরাধীকে বৃহস্পতিবার গ্রেফতার করতে সক্ষম হল আসানসোল দক্ষিণ থানার পুলিশ । আসানসোল রেল স্টেশন সংলগ্ন ভিআইপি রোডের একটি এটিএমের সামনে চারজন দাঁড়িয়েছিল । অনুমান করা হচ্ছে, তারা কারওর কার্ড হাতিয়ে টাকা তুলে নেওয়ার চক্রান্ত করছিল । পুলিশের সন্দেহ হয় । তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করতে গেলে অভিযুক্তরা দৌড়ে পালানোর চেষ্টা করে । কিন্তু পুলিশ তাদের ধরে ফেলে । ধৃতদের কাছ থেকে 20টি পেটিএম কার্ড, 20টি ভুয়ো সিমকার্ড, 6টি মোবাইল এবং নগদ দু'লক্ষ দশ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ ।
আসানসোল-রানিগঞ্জ, দুর্গাপুর অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে এই গ্যাংয়ের বহু অপরাধী ঘাপটি মেরে বসে থাকে । সুযোগ পেলেই সাধারণ মানুষের অ্যাকাউন্ট ফাঁকা করে দেয় তারা । মূলত ভুয়ো সিমকার্ড থেকে ফোন করে পেটিএম কার্ড দিয়েই গ্রাহকদের টাকা তুলে নেওয়া হত বলে জানা গিয়েছে । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শাহবাজ আনসারি, ইসমাইল আনসারি, আবিদ আনসারি ও কামরুদ্দিন আনসারি । ধৃতরা বিহারের বাসিন্দা । তবে এই চক্রের মূলপাণ্ডা ফুরকান আনসারি এই চারজনের সঙ্গে থাকলেও পালিয়ে যেতে সক্ষম হয় । তার সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে ।