পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাণ্ডবেশ্বরে তৃণমূল গুন্ডাবাহিনীর দৌরাত্ম্য, ভোট মানি না : BJP নেতা - asansol

আসানসোলের পাণ্ডবেশ্বর বিধানসভার অধিকাংশ বুথেই চলছে গুন্ডাবাহিনীর দৌরাত্ম্য । অনেক বুথের ভিতরে চলছে অবাধে ছাপ্পা । অভিযোগ পশ্চিম বর্ধমান জেলার BJP-র সম্পাদক জিতেন চ্যাটার্জির ।

জিতেন চ্যাটার্জি

By

Published : Apr 29, 2019, 1:06 PM IST

Updated : Apr 29, 2019, 4:12 PM IST

পাণ্ডবেশ্বর, 29 এপ্রিল: "আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার অধিকাংশ বুথের বাইরে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনী। বুথের ভিতরেও চলছে অবাধে ছাপ্পা ভোট ।" এই অভিযোগ করলেন পশ্চিম বর্ধমান জেলার BJP সম্পাদক জিতেন চ্যাটার্জি ।

ভিডিয়োয় দেখুন

তিনি বলেন, "এই নির্বাচন শেষ পর্যন্ত প্রহসনে পরিণত হল । কেন্দ্রীয় বাহিনীকে সামনে দাঁড় করিয়ে রেখে তৃণমূলের পক্ষ থেকে যথেচ্ছাচার চালানো হচ্ছে বুথে বুথে । এই সন্ত্রাসের ভোট আমরা কিন্তু মানি না ।" 2014-র লোকসভা নির্বাচনে আসানসোল থেকে জিতেছিলেন BJP-র বাবুল সুপ্রিয় । 2016 বিধানসভা নির্বাচনেও পাণ্ডবেশ্বর ব্লক থেকে পরাজিত হয়েছিলেন এই কেন্দ্রের বর্তমান বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি । কিন্তু পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর-ফরিদপুর ব্লকে তিনি আশানুরূপ লিড পেয়েছিলেন । তাই জয়লাভ করেছিলেন । পাণ্ডবেশ্বর বহুবার রাজ্যের শাসকদলের বিরুদ্ধে রায় দিয়েছে । BJP-র দাবি, তাই এবার পাণ্ডবেশ্বরে নিজেদের জিত নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে তৃণমূল ।

Last Updated : Apr 29, 2019, 4:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details