রানিগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি : রানিগঞ্জের এক কলেজ ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল কলেজেরই এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি রানিগঞ্জের TDB কলেজের।
ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, অধ্যক্ষের সামনেই মার কলেজ কর্মীকে - ranigunj
রানিগঞ্জের এক কলেজ ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল কলেজেরই এক কর্মীর বিরুদ্ধে।
রানিগঞ্জের TDB কলেজের ওই ছাত্রী পরীক্ষার অ্যাডমিট কার্ড নিতে যায়। তাকে কুপ্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ। এরপর সে গোটা বিষয়টি TMCP সদস্যদের জানায়। তারা অভিযুক্ত কর্মীকে অধ্যক্ষের সামনেই মারধর করেন। কর্মীকে মারধরের খবর পেয়ে কলেজের অন্য কর্মী ও শিক্ষকরা অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। অভিযুক্ত কর্মী জানান, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। কারোর সঙ্গে তিনি দুর্বব্যবহার করেননি।
কলেজ অধ্যক্ষ আশিসকুমার দে বলেন, "বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" ছাত্র সংগঠনের পক্ষ থেকে ওই কর্মীকে অবিলম্বে কলেজ থেকে বার করে দেওয়ার দাবি জানানো হয়েছে।