আসানসোল, 27 অক্টোবর : অন্যান্য জায়গার মতো আসানসোলেও চলছে প্রতিমা নিরঞ্জন । দামোদর নদ সহ বিভিন্ন পুকুর, জলাশয়ে নিরঞ্জন চলছে । দ্রুত যাতে পুকুর, নদী থেকে প্রতিমার কাঠামো সরানো হয় সেজন্য আজ বৈঠক করে আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ড । পৌরহিত্য করেন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি । এছাড়াও ছিলেন পৌরনিগমের সমস্ত ইঞ্জিনিয়ররা ।
72 ঘণ্টার মধ্যে ঘাট থেকে কাঠামো সরিয়ে ফেলার নির্দেশ আসানসোল পৌরনিগমের - Clean the structure from the wharf within 72 hours, take action in case of negligence ; Jitendra Tiwari
নিরঞ্জনের পর প্রতিমার কাঠামো পড়ে থেকে নোংরা হয় পুকুরঘাট, নদী । আবর্জনায় ভরে যায় জলাশয় । সামনেই ছটপুজো । আর তাই দ্রুত সমস্ত ঘাট থেকে কাঠামো সরিয়ে ফেলতে পৌরনিগমের ইঞ্জিনিয়রদের নির্দেশ দেন জিতেন্দ্র তিওয়ারি ।
নিরঞ্জনের পর প্রতিমার কাঠামো পড়ে থেকে নোংরা হয় পুকুরঘাট, নদী । আবর্জনায় ভরে যায় জলাশয় । সামনেই ছটপুজো । আর তাই দ্রুত সমস্ত ঘাট থেকে কাঠামো সরিয়ে ফেলতে পৌরনিগমের ইঞ্জিনিয়রদের নির্দেশ দেন জিতেন্দ্র তিওয়ারি । এই কাজ আগামী বৃহস্পতিবারের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷
জিতেন্দ্র তিওয়ারি বলেন, " যদি কাঠামো সরিয়ে ফেলতে কেউ গাফিলতি করেন তবে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । পাশাপাশি, উৎসবের মরশুমে কোরোনা সংক্রমণ এড়াতেও ব্যবস্থা নেওয়া হয়েছে । 1 নভেম্বর থেকে সাতদিন পৌরনিগম এলাকা স্যানিটাইজ় করা হবে । পুজো উপলক্ষে অনেকে অন্য রাজ্য ও অন্য জেলা কিংবা শহর থেকে এসেছিলেন আসানসোলে । সেই কারণে সংক্রমণের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে । আর তাই স্যানিটাইজ় করা ছাড়াও আরও বিভিন্ন ভাবে সংক্রমণ রুখতে চেষ্ট করা হবে । "