পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুরে চিকিৎসায় গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ

দুর্গাপুরের গান্ধি মোডে়র একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ । পরিবারের তরফ থেকে শিশুরোগ বিশেষজ্ঞ স্বাগত লাহিড়ির বিরুদ্বে ভুল চিকিৎসার অভিযোগ করা হয় ।

মৃত শিশু

By

Published : Apr 23, 2019, 12:22 PM IST

Updated : Apr 23, 2019, 12:27 PM IST

দুর্গাপুর, 23 এপ্রিল : দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ। মৃত শিশুর নাম শ্রেয়া ভট্টাচার্য । বয়স আড়াই বছর ।

বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিল শ্রেয়া । শ্রেয়ার বাবা শান্তনু ভট্টাচার্য ও মা ভাগ্যশ্রী ভট্টাচার্য । তাঁরা দুর্গাপুর নেতাজি নগর রোডের বাসিন্দা । শুক্রবার দুর্গাপুরের গান্ধি মোডে়র একটি বেসরকারি হাসপাতালে শ্রেয়াকে ভরতি করেন শান্তনুবাবু । শিশুরোগ বিশেষজ্ঞ স্বাগত লাহিড়ি নানা পরীক্ষা নিরীক্ষা করতে দেন। রিপোর্ট দেখে পরে চিকিৎসক বলেন, কোনও রোগ নেই। আজ সকাল 6 নাগাদ হাসপাতালের তরফ থেকে শ্রেয়ার পরিবারকে তার মৃত্যুর খবর দেওয়া হয়।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসকের ভুলেই মারা গেছে তাদের মেয়ে। তারা বলে, অভিযুক্ত চিকিৎসক না আসা পর্যন্ত তারা শ্রেয়ার দেহ নেবে না । এই ঘটনার ফলে হাসপাতাল চত্ত্বরে উত্তেজনা ছড়ায় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে আসে ফরিদপুর ফাঁড়ির পুলিশ ।

Last Updated : Apr 23, 2019, 12:27 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details