কুলটি (আসানসোল), 15 এপ্রিল : দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত কুলটির বরাকর বাজার। আজ দুপুর থেকে অশান্তি শুরু হয়েছে।
আজ দুপুরের দিকে একটি বাইক মিছিলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর ঝামেলা বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় আসে পুলিশ। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। বেশ কয়েকটি বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে এলাকায় আসেন ADCP পশ্চিম অনমিত্র দাস। বিশাল পুলিশ বাহিনী ও RAF এসে দু'পক্ষকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু, ইট-পাটকেল ছোড়াছুড়ি থামেনি। এরপর এলাকায় আসেন দুঁদে পুলিশ অফিসার দেবজ্যোতি সাহা। তিনি বিষয়টি দেখছেন। নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীও।