পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চিকিৎসক প্রথমে জানান শিশু সুস্থ, পরে বলেন মৃত - child died

রানিগঞ্জে তিন বছরের এক শিশু কন্যার মৃত্যুর পর ভাঙচুর চালানো হল চিকিৎসকের চেম্বার। শিশুটির পরিবার ভুল চিকিৎসার অভিযোগ তুলেছে চিকিৎসকের বিরুদ্ধে।

child died

By

Published : Feb 9, 2019, 5:58 PM IST

রানিগঞ্জ, ৯ ফেব্রুয়ারি : রানিগঞ্জে তিন বছরের এক শিশু কন্যার মৃত্যুর পর ভাঙচুর চালানো হল চিকিৎসকের চেম্বার। শিশুটির পরিবার ভুল চিকিৎসার অভিযোগ তুলেছে চিকিৎসকের বিরুদ্ধে। রানিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার।


শিশুটির নাম সম্প্রীতি কুণ্ডু। জ্বর হওয়ায় তাকে গতকাল রানিগঞ্জের স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যায় তার পরিবার। চিকিৎসক এ কে দাস শিশুটিকে পরীক্ষা করে ওষুধ দেন। ওষুধ খেয়ে জ্বর কমলেও আজ সকালে ফের জ্বর আসে সম্প্রীতির। সকাল ১১ টা নাগাদ আবার তাকে ওই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক জানিয়ে দেন সম্প্রীতি সুস্থ আছে। যদিও সম্প্রীতিকে বাড়ি নিয়ে আসার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন সম্প্রীতিকে ফের সেই চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই পরিবারের লোকজন ক্ষোভে ফেটে পড়ে। তাদের অভিযোগ, চিকিৎসকের গাফিলতির জন্যই শিশুর মৃত্যু হয়েছে।

অভিযোগ, এরপর সম্প্রীতির পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে চিকিৎসকের চেম্বারে ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থানে যায় রানিগঞ্জ থানার পুলিশ। শিশুর পরিবারের লোকজন রানিগঞ্জ থানায় চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তবে চিকিৎসক বলেন, " এমনিতে বাচ্চাটি স্বাভাবিকই ছিল। বাড়িতে হয়তে ভাত খাওয়াতে গিয়ে শ্বাসনালিতে আটকে গিয়েছিল। যার ফলে মৃত্যু হয় বাচ্চাটির।" রানিগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।

ABOUT THE AUTHOR

...view details