আসানসোল, 17 ফেব্রুয়ারি: ফের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ গরুপাচার কাণ্ডে আগামী 3 মার্চ পর্যন্ত তাঁকে জেল হেফাজতে পাঠিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত ৷ জানা গিয়েছে, এদিনও অনুব্রত মণ্ডলের আইনজীবী সোমনাথ চট্টরাজ তাঁর জামিনের আবেদন করেননি ৷ তবে, সিবিআই আদালতে এদিন হদিশ পাওয়া 115টি ব্যাংক অ্যাকাউন্টের নথি আদালতে জমা দিয়েছে (CBI has Submits 115 Buffer Accounts Documents to Asansol Court) ৷ সেই আবেদন অনুযায়ী, তাঁকে সিবিআই এর বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷
গত 3 ফেব্রুয়ারি অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল ৷ সেদিনও অনুব্রতর আইনজীবী জামিনের আবেদন করেননি ৷ শুক্রবারও শুনানির সময় তৃণমূলের বীরভূমের জেলা সভাপতির জামিনের আবেদন করলেন না আইনজীবী সোমনাথ চট্টরাজ ৷ প্রথম দফায় প্রায় প্রতি শুনানিতে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন করতেন ৷ কিন্তু, গত দু’বারের জামিনের আবেদন করা হচ্ছে না ৷ এ নিয়ে অবশ্য কোনও আলোকপাত করেননি অনুব্রতর আইনজীবী ৷ উল্লেখ্য, দিল্লির আদালত ইডি’র দায়ের করা অনুব্রত মণ্ডলের একটি মামলার শুনানি বাকি রয়েছে ৷ সেই কারণেই হয় তো তাঁর জামিনের আবেদন করা হচ্ছে না ৷