আসানসোল, 26 মে : উদ্ধার হল কে ডি সিম কোলিয়ারি এলাকার নিখোঁজ যুবক সুমন্ত রুইদাসের(24) দেহ । গ্রামের একটি মাঠে তাঁর দেহ পোঁতা ছিল । স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয় । পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ।
বৃহস্পতিবার(23 মে) কারখানায় কাজে যাচ্ছি বলে বেরিয়েছিল কে ডি সিম কোলিয়ারি এলাকার বাসিন্দা সুমন্ত রুইদাস । কিন্তু আর বাড়ি ফেরেনি । ওইরাতেই আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয় । শুক্রবার গ্রামের পুকুরের ধারে সুমন্তর সাইকেল ও জামাকাপড় পড়ে থাকতে দেখে স্থানীয়রা । খবর দেওয়া হয় আসানসোল উত্তর থানায় । তারপরেও পুলিশের তরফে কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ । যার জেরে ক্ষোভে গতকাল শীতলা মোড় সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা ।