পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আসানসোলে মাটিতে পোঁতা দেহ, ভোট গণনার দিন খুন ?

23 মে নিখোঁজ হয়েছিল সুমন্ত । আজ গ্রামের একটি মাঠ থেকে উদ্ধার হয় তার দেহ । তবে, কি তার মৃত্যুর সঙ্গে রাজনৈতিক কারণ লুকিয়ে আছে ?

By

Published : May 26, 2019, 5:42 PM IST

Updated : May 26, 2019, 10:29 PM IST

কুকুর নিয়ে ঘটনাস্থানে তল্লাশি চালাচ্ছে পুলিশ

আসানসোল, 26 মে : উদ্ধার হল কে ডি সিম কোলিয়ারি এলাকার নিখোঁজ যুবক সুমন্ত রুইদাসের(24) দেহ । গ্রামের একটি মাঠে তাঁর দেহ পোঁতা ছিল । স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয় । পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ।

বৃহস্পতিবার(23 মে) কারখানায় কাজে যাচ্ছি বলে বেরিয়েছিল কে ডি সিম কোলিয়ারি এলাকার বাসিন্দা সুমন্ত রুইদাস । কিন্তু আর বাড়ি ফেরেনি । ওইরাতেই আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয় । শুক্রবার গ্রামের পুকুরের ধারে সুমন্তর সাইকেল ও জামাকাপড় পড়ে থাকতে দেখে স্থানীয়রা । খবর দেওয়া হয় আসানসোল উত্তর থানায় । তারপরেও পুলিশের তরফে কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ । যার জেরে ক্ষোভে গতকাল শীতলা মোড় সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে পুকুরে ডুবুরি নামায় পুলিশ । হদিশ মেলেনি সুমন্তর । আজ সকালে ওই পুকুর থেকে খানিকটা দূরে একটি মাঠে গর্ত দেখতে পায় স্থানীয়রা । খবর দেওয়া হয় পুলিশে । পুলিশ এসে ওই গর্ত থেকে সুমন্তর দেহ উদ্ধার করে । ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় দেহটি ।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । মৃতের পরিবারের দাবি, খুন করা হয়েছে সুমন্তকে । পাশাপাশি তাদের প্রশ্ন, প্রত্যেকদিনের মতোই সেদিন কাজে বেরিয়েছিল সুমন্ত । কোনওদিন এরকম হয়নি । তাহলে 23 মে অর্থাৎ ভোট গণনার দিনই কেন নিখোঁজ হল সুমন্ত ? তবে, কি এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ রয়েছে ? উত্তর খুঁজছে সুমন্তর পরিবার ।

Last Updated : May 26, 2019, 10:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details