দুর্গাপুর, 4 জুন : প্রায় একমাস বাড়িছাড়া । ভোটের ফলাফল বের হতেই কাঁকসার গোপালপুর গ্রামের ঘরছাড়া প্রায় 20 জন বিজেপি কর্মী নিজেদের দলের নেতাদের কাছেও কোনওরকম সাহায্য পাননি । এই খবর গতকাল ইটিভি ভারতে প্রকাশের পর শুক্রবার কাঁকসার গোপালপুরে ওই বিজেপি কর্মীদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিল কাঁকসা ব্লকের তৃণমূল সভাপতি দেবদাস বক্সি ।
তৃণমূল নেতা দেবদাস বক্সি জানিয়েছেন, তাঁরা হিংসার রাজনীতি করেন না । নির্বাচনের পর এলাকার বেশ কিছু বিজেপি কর্মী ও সমর্থক বাড়ির বাইরে ছিলেন । এবং আতঙ্কের মধ্যে তাঁরা দিন কাটাচ্ছিলেন । দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ মজুমদার ও পশ্চিম বর্ধমানের তৃণমূল সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়ের নির্দেশমতো তিনি ঘর ছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর উদ্যোগ নেন ।