পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Asansol News: রাস্তায় পড়ে থাকা তৃণমূলের পতাকা তুলে রাখলেন বিজেপি নেতা

মুখ্যমন্ত্রীর সভা শেষ হতেই দেখা গেল আসানসোলে(Asansol News)রাস্তার ধারে সাজানো তৃণমূলের পতাকা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ৷ যাওয়ার সময় চোখে পড়ায় সেইসব পতাকা তুলে রাখলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায় ৷

asansol news
রাস্তায় ইতিউতি ছড়িয়ে থাকা তৃণমূলের পতাকা তুলে রাখলেন আসানসোলের বিজেপি নেতা

By

Published : Jun 30, 2022, 4:10 PM IST

আসানসোল, 30 জুন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য আসানসোল জুড়ে তৃণমূলের পতাকা লাগানো হয় ৷ কিন্তু সভা শেষ হয়ে যাওয়ার পর সেই পতাকাগুলি এখন রাস্তাঘাটে পড়ে রয়েছে । নজর নেই তৃণমূল নেতা-কর্মীদের । আসানসোলের জুবিলি মোড়ের কাছে বৃহস্পতিবার এমনিভাবেই বেশ কয়েকটি পতাকা রাস্তায় পড়ে থাকতে দেখেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায় ও দলীয় কর্মী সৌম্য দলুই ৷ এই অবস্থায় পতাকাগুলিকে পড়ে থাকতে দেখে তাঁরা রাস্তা থেকে তুলে রাখলেন (BJP Leader Picked Up the Lying TMC Flag on Asansol Road)।

এই বিষয়ে বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, "জুবিলি মোড়ের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তৃণমূলের পতাকা ৷ গাড়ি থেকে নেমে রাস্তায় পড়ে থাকা পতাকাগুলিকে তুলি আমি ও আমার দলের কর্মী সৌম্য দোলুই । যে পতাকার জন্য অনেক মানুষ প্রাণ দিয়েছেন তা এভাবে পড়ে থাকতে দেখে একজন রাজনৈতিক দলের কর্মী হয়ে স্থির থাকতে পারিনি ৷ পতাকা যে দলেরই হোক, তার আলাদা সম্মান রয়েছে ৷"

পতাকাগুলিকে যত্ন সহকারে রাখা হয়েছে এবং তৃণমূল নেতৃত্ব চাইলে সেগুলি তাঁদের হাতে তুলে দেবেন বলেও জানান বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায় ৷

রাস্তায় ইতিউতি ছড়িয়ে থাকা তৃণমূলের পতাকা তুলে রাখলেন আসানসোলের বিজেপি নেতা

বিষয়টি নিয়ে আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানান, হয়তো হাওয়ার কারণে পতাকাগুলো পড়ে গিয়েছে । বাপ্পা তুলে রেখেছে ভালো কথা ৷ সেগুলো আমাদের কর্মীরা নিয়ে আসবে ।

আরও পড়ুন :তৃণমূলে যোগদানের পর প্রথমবার আসানসোলে, গানেই 'দিদি'-র মন জিতলেন বাবুল

ABOUT THE AUTHOR

...view details