পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Leader Killed: জামুড়িয়ায় জাতীয় সড়কের ধারে গুলিবিদ্ধ বিজেপি নেতার দেহ উদ্ধার - আসানসোলে খুন বিজেপি নেতা

শনিবার বিকেলে জামুড়িয়ায় 19 নম্বর জাতীয় সড়কের ধারে একটি গাড়ির ভিতর থেকে এক বিজেপি নেতার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয় ৷ মৃতের নাম রাজেন্দ্র সাউ ৷

Etv Bharat
বিজেপি নেতার দেহ উদ্ধার জামুড়িয়ায়

By

Published : Apr 29, 2023, 9:08 PM IST

Updated : Apr 29, 2023, 10:09 PM IST

বিজেপি নেতার দেহ উদ্ধার জামুড়িয়ায়

আসানসোল, 29 এপ্রিল:জাতীয় সড়ক থেকে উদ্ধার হল বিজেপি নেতার গুলিবিদ্ধ দেহ ৷ মৃত বিজেপি নেতার নাম রাজেন্দ্র সাউ (40) । শনিবার 19 নম্বর জাতীয় সড়কের ধারে একটি স্করপিও গাড়ির মধ্যে থেকে ওই বিজেপি নেতার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয় ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ জানা গিয়েছে, শনিবার বিকেল আসানসোলের জামুড়িয়া থানার বোগড়া কালীমন্দিরের কাছে 19 নং জাতীয় সড়কে উদ্ধার করা হয় গুলিবিদ্ধ ওই বিজেপি নেতার দেহ । তাঁর বাড়ি আসানসোলের রানিগঞ্জ থানার রানিসায়ের এলাকায় । তিনি আসানসোল পৌরনিগমের 33 নং ওয়ার্ডের বিজেপির কনভেনর ছিলেন ।

জানা গিয়েছে, শনিবার বিকেলে একটি স্করপিও গাড়ি অনেকক্ষণ ধরে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীদের । পরে তাঁরা দেখেন ওই গাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে একজনের দেহ । খবর দেওয়া হয় পুলিশে ৷ পুলিশ দেহটি আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য । প্রথমে দেহ সনাক্ত না হলেও পরে জানা যায় দেহটি বিজেপি নেতা রাজেন্দ্র সাউয়ের ।

ঘটনার তদন্তে নেমে ওই গাড়ির কাছ থেকে একটি খালি কার্তুজ উদ্ধার করে পুলিশ । এই ঘটনার কথা জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় এলাকায় । দলীয় কর্মীর খুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিক্ষোভে ফেটে পড়েন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল, বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দিলীপ দে প্রমুখ ৷ তাঁরা দলের নেতার মৃত্যুতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন । আইনশৃঙ্খলার অবনতি নিয়ে রাজ্যকে দুষেছেন অগ্নিমিত্রা ৷ তাঁর দাবি, রাজ্যে যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই এই ঘটনা তার প্রমাণ ৷ তাঁর কথায়, "পশ্চিমবঙ্গে শাসকের আইন চলে আর আইনের শাসন নেই, তা ফের প্রমাণ হল ৷ দুষ্কৃতীরাও জানে এখানে আইন-শৃঙ্গলা বলে কিছু নেই ৷"

জানা গিয়েছে, পেশায় ব্যবসায়ী ছিলেন রাজেন্দ্র সাউ । তাঁর রেশন দোকানও ছিল । কী কারণে রাজেন্দ্র গাড়ি নিয়ে এই এলাকায় গিয়েথছিলেন তা জানা যায়নি । তাঁকে এই ভাবে কে বা কারা খুন করলো তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ । প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরে ওই বিজেপি নেতাকে গুলি করে খুন করা হয়ে থাকতে পারে ৷

আরও পড়ুন: জনসংযোগে অভিষেকের কার্পেটে হাঁটাকে কটাক্ষ দিলীপের, পালটা দিলেন তৃণমূলের 'যুবরাজ'

Last Updated : Apr 29, 2023, 10:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details