আসানসোল, 26 এপ্রিল : মহিলা ভোটকর্মী দ্বারা পরিচালিত বুথে পাঠিয়ে দেওয়া রিজার্ভ ভোটকর্মীদের । আর সেই পুরুষ রিজার্ভ ভোটকর্মীদের ঢুকতেই দিলেন না মহিলা ভোটকর্মীরা । ফলে শতাধিক ভোটকর্মী খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছেন । নেই পানীয় জল, শৌচাগার । চরম অসহায় অবস্থা ভোটকর্মীদের । ঘটনাটি ঘটেছে কুলটির মিঠানী হাইস্কুলে ।
জানা গিয়েছে, কুলটির মিঠানী হাইস্কুলে 6 টি বুথ আছে । এবছর ওই বুথগুলি মহিলা ভোটকর্মী দ্বারা পরিচালিত বুথ । সেইমত মহিলারা বিকেলেই পৌঁছে গিয়েছেন বুথে । কিন্তু রাতে হঠাৎই দুটি সরকারি বাসে শতাধিক ভোটকর্মীকে পাঠিয়ে দেওয়া হয় মিঠানী হাইস্কুলে । ওই ভোটকর্মীরা রিজার্ভ হিসেবে ছিলেন । অর্থাৎ কোনও ভোটকর্মী অসুস্থ হয়ে পড়লে বা কেউ অনুপস্থিত থাকলে কিংবা অন্য কোনও কাজে এই রিজার্ভ ভোটকর্মীদের কাজে লাগান হবে । কিন্তু তাদের মিঠানী হাইস্কুলে পাঠিয়ে দেওয়া হলে মহিলা ভোটকর্মীরা ওই পুরুষ রিজার্ভ ভোটকর্মীদের বুথে ঢুকতে দেয়নি । তারা জানিয়ে দেয়, মহিলা পরিচালিত বুথে পুরুষদের ঢুকতে দেওয়া হবে না । অগত্যা অসহায় হয়ে স্থানীয় মন্দির, আটচালা, যাত্রামঞ্চ ও মাঠে আশ্রয় নেয় ওই রিজার্ভ ভোটকর্মীরা ।