দুর্গাপুর , 21 এপ্রিল : রাত পোহালেই ষষ্ঠ দফায় গলসি বিধানসভায় নির্বাচন । এই কেন্দ্রের বিজেপি প্রার্থী শিক্ষক বিকাশ বিশ্বাসের বাড়ি দুর্গাপুর স্টিল টাউনশিপের গুরুনানক রোডে ।
মঙ্গলবার সন্ধ্যায় বিকাশবাবু বাড়িতে ফেরার সময় অতর্কিতে তাঁর বাড়িতে ইটপাটকেল ছোড়া হয় বলে অভিযোগ । সেই ইটের আঘাতে বিকাশবাবুর বাড়ির কাচের জানালা ভেঙে যায় । তাঁর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাজ এটা । নির্বাচনের আগের দিন তাঁকে চাপে রাখার জন্যই এই আক্রমণ বলে মনে করছেন বিকাশবাবু ৷ তাঁর বাড়ির লোক কিছুটা আতঙ্কিত হলেও তিনি কোনওরকম ভাবে ভীত নন, এমনই জানিয়েছেন গলসির বিজেপি প্রার্থী ৷