পাণ্ডবেশ্বরে , 15 এপ্রিল :হাতে আর বাকি মাত্র দশ দিন ৷ তারপরই 26 এপ্রিল সপ্তম দফায় পাণ্ডবেশ্বরে নির্বাচন ৷ তার আগেই তৃণমূল-বিজেপির ঝামেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পাণ্ডবেশ্বরে ৷
প্রসঙ্গত , পাণ্ডবেশ্বর বিধানসভার অণ্ডাল শংকরপুর চার নম্বর এলাকায় বিজেপি-তৃণমূলের মধ্যে বিরোধ বাধে । এই ঘটনায় তৃণমূল কর্মীরা মহম্মদ মনসুর নামে এক বিজেপি কর্মীকে মারধর করে বলে অভিযোগ।
পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেন, তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী এলাকাকে অশান্ত করে তুলছেন।
প্রসঙ্গত , এই ঘটনার পর বুধবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল পাণ্ডবেশ্বরে আসে ৷ তারপর থেকেই ফের অশান্তি শুরু হয় বলে অভিযোগ জিতেন্দ্রবাবুর । এর জন্য তিনি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও অভিযোগ করেন এদিন।