আসানসোল, 23 মার্চ: সুপ্রিম কোর্টের রায় হাতিয়ার করে জিতেন্দ্র তিওয়ারির জন্য আসানসোল আদালতে যে জামিনের আবেদন করা হয়েছিল, তা খারিজ করে দিলেন বিচারক তরুণকান্তি মণ্ডল (Jitendra Tiwari Bail Petition) ৷ বৃহস্পতিবার সংশ্লিষ্ট দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর জামিনের আবেদন খারিজ করে দেন তিনি ৷ ফলে আগের রায় অনুসারে, আগামী 27 মার্চ পর্যন্ত জিতেন্দ্র তিওয়ারিকে পুলিশ হেফাজতেই থাকতে হবে ৷ ওই দিন তাঁকে ফের আদালতে পেশ করা হবে ৷
গত 18 মার্চ দিল্লির যমুনা নগর থেকে গ্রেফতার করা হয়েছিল জিতেন্দ্র তিওয়ারিকে ৷ কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনজনের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ ৷ 19 মার্চ তাঁকে আসানসোল সিজেএম আদালতে তোলা হলে বিচারক আটদিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন ৷ আগামী 27 মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ৷ অন্যদিকে, গ্রেফতার হওয়ার আগেই জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর দুই সঙ্গী গৌরব গুপ্তা এবং তেজ প্রতাপ সিং সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন জানান ৷ গত 20 মার্চ সেই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তার আগেই গ্রেফতার হয়ে যান জিতেন্দ্র ৷ ফলে 20 তারিখের মামলায় শীর্ষ আদালত তাঁকে নিয়ে কোনও নির্দেশ দেয়নি ৷
এই প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণভাবে গৌরব গুপ্তা এবং তেজপ্রতাপ সিংকে 14 দিনের রক্ষাকবচ দেয় সুপ্রিম কোর্ট ৷ সুপ্রিম কোর্টের এই রায় হাতিয়ার করে গত মঙ্গলবার আসানসোল আদালতে জিতেন্দ্র তিওয়ারির জন্য জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী শেখর কুণ্ডু ৷ তাঁর বক্তব্য, যদি জিতেন্দ্র তিওয়ারিকে তড়িঘড়ি গ্রেফতার না করা হত, তাহলে তিনিও তাঁর বাকি দুই সঙ্গীর মতো রক্ষাকবচ পেতেন ৷ তাই তাঁকে জামিন দেওয়া হোক ৷ শেখর কুণ্ডুর সেই আবেদনের ভিত্তিতেই এদিন আদালতে শুনানি হয় ৷ কিন্তু, বিচারক শেখরের যুক্তি খারিজ করে দেন ৷