পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নীচ, নরকের কীট; ফাঁড়িতে ঢুকে IC-কে ধমক বাবুলের - kulti

কুলটি থানার বরাকর ফাঁড়িতে গিয়ে পুলিশ অফিসারকে ধমকালেন বাবুল সুপ্রিয়। বললেন, "তোমার মতো নীচ, নরকের কীটের কোনও শ্রদ্ধার দরকার নেই আমার। তোমার মাকে গিয়ে দেখাব ভিডিয়োগুলি।"

বাবুল সুপ্রিয়

By

Published : Apr 21, 2019, 10:09 AM IST

Updated : Apr 21, 2019, 10:58 AM IST

কুলটি, 21 এপ্রিল : "তোমার মতো নীচ, নরকের কীটের কোনও শ্রদ্ধার দরকার নেই আমার। এতজন মহিলাকে বাড়িতে গিয়ে গালিগালাজ করে এসেছ। তোমার মাকে গিয়ে দেখাব ভিডিয়োগুলি।" কুলটি থানার বরাকর ফাঁড়িতে গিয়ে IC রবীন্দ্রনাথ দলুইকে ধমকালেন আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয়।

গতরাতে BJP-র কুলটি মণ্ডলের সাধারণ সম্পাদক রাজু যাদবের বাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে । মহিলাদের নিগ্রহও করা হয়। এরপরই 50 জন মহিলাকে নিয়ে বরাকর ফাঁড়ি ঘেরাও করেন বাবুল সুপ্রিয় । ফাঁড়ির মধ্যে ঢুকে দায়িত্বপ্রাপ্ত অফিসারকে ধমক দেন তিনি । জবাবে ওই পুলিশ অফিসার বলেন, "আপনাকে আমি শ্রদ্ধা করি। এভাবে কথা বলবেন না।" বাবুল বলেন, "তোমার মতো নীচ, নরকের কীটের কোনও শ্রদ্ধার দরকার নেই আমার । তোমার থেকে আমি শ্রদ্ধা নেব না। কে তুমি যে শ্রদ্ধা করবে ?"

IC-কে ধমক বাবুলের

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল বলেন, "রাতে পুলিশ ইচ্ছাকৃতভাবে BJP কর্মীদের বাড়িতে গিয়ে মহিলাদের অসম্মান করেছে । পুলিশ নপুংসক । তাই আমরা শান্তিপূর্ণভাবে পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখাচ্ছি ।"

ভিডিয়োয় শুনুন বাবুল সুপ্রিয়র বক্তব্য

এই সংক্রান্ত খবর :BJP নেতার বাড়িতে রাতে পুলিশের অভিযান, তীব্র নিন্দা বাবুলের

Last Updated : Apr 21, 2019, 10:58 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details