পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আসানসোলে তৃণমূল প্রার্থী মুনমুন সেনকে স্বাগত : বাবুল - candidate

আসন্ন লোকসভা নির্বাচনে আসানসোলে মুখোমুখি দুই সেলিব্রেটি প্রার্থী। এবারের লড়াইটা বাবুল সুপ্রিয় বনাম মুনমুন সেন।

বাবুল সুপ্রিয়

By

Published : Mar 12, 2019, 11:59 PM IST

অন্ডাল, ১২ মার্চ : "আসানসোলে তৃণমূল কংগ্রেস প্রার্থী দোলা সেন বা মুনমুন সেন যেই হোন না কেন আমি ২ লাখ ভোটে জিতব। আগেও বলেছি, আজও বলছি। তবে তৃণমূলের প্রার্থী মুনমুন সেনের সঙ্গে আমার বহুদিনের আলাপ। উনি আমার খুব ভালো বন্ধু ও শুভানুধ্যায়ী। আমি তাঁকে আসানসোলে স্বাগত জানাচ্ছি। কিন্তু লড়াইটা হবে ভোটের ময়দানে।" আজ সন্ধ্যায় অন্ডালের উখড়ায় একটা দলীয় সভায় যোগ দিয়ে একথা বলেন আসানসোল কেন্দ্রের BJP সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

আসন্ন লোকসভা নির্বাচনে আসানসোলে মুখোমুখি দুই সেলিব্রেটি প্রার্থী। এবারের লড়াইটা বাবুল সুপ্রিয় বনাম মুনমুন সেন। যদিও এখনও রাজ্য BJP-র পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। তবে আসানসোল থেকে আবারও প্রার্থী হতে চলেছেন গতবারের সাংসদ বাবুল সুপ্রিয়। এমনটাই জল্পনা।

আসন্ন ভোটে দলীয় কর্মীদের উৎসাহ বাড়াতেই এই সভার আয়োজন করেছিল BJP। বাবুল সুপ্রিয়কে দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ। "মনটা আমার বাঙালি, মনটা আমার BJP" গান দিয়েই ওই সভা থেকে ভোটের প্রচার শুরু করেন তিনি। সভার পাশাপাশি আজ বাবুল সুপ্রিয় দেওয়াল লিখন করেন উখড়ায়।

অন্যদিকে, লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে তৃণমূলের টিকিটে প্রার্থী মুনমুন সেন। আজ দুপুরে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ৪২টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এরপরই অন্ডালের বিভিন্ন এলাকায় মুনমুন সেনের সমর্থনে দেওয়াল লিখন শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

ভোটের ময়দানে শেষ হাসি কে হাসবে তা সময় বলবে। কিন্তু তার আগে প্রচারের ময়দানে দুই শিবিরের কর্মী সমর্থকরা কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।

ABOUT THE AUTHOR

...view details