আসানসোল, 26 ফেব্রুয়ারি : রেলের স্কুলে বাংলা মাধ্যম তুলে দেওয়ার বিরোধিতা করলেন বাবুল সুপ্রিয় ৷ শুধু বিরোধিতা নয়, এই বিষয়ে ব্যবস্থা নেবেন বলেও জানালেন তিনি ৷
রেলের স্কুলে বাংলা মাধ্যম তুলে দেওয়ার প্রস্তাবের বিরোধিতা বাবুলের - Babul Supriyo
আসানসোলের ইস্টার্ন রেলওয়ে বয়েজ় হাইস্কুলে বাংলা মাধ্যম তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে রেলবোর্ড ৷ ইতিমধ্যে এবিষয়ে আন্দোলনে নেমেছে বিশিষ্টরা ৷ এবার এই প্রস্তাবের বিরোধিতা করলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ।
আসানসোলের ইস্টার্ন রেলওয়ে বয়েজ় হাইস্কুলে বাংলা মাধ্যম তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে রেলবোর্ড ৷ ইতিমধ্যেই এবিষয়ে আন্দোলনে নেমেছে বিশিষ্টরা ৷ আজ সন্ধ্যায় আসানসোলে বাবুল সুপ্রিয়র রেলের প্রকল্পের উদ্বোধন করবেন ৷এরই মাঝে রবীন্দ্র ভবনে বিশিষ্টরা ইস্টার্ন রেলওয়ে বয়েজ় স্কুলে "বাংলা বাঁচাও মঞ্চ" তৈরি করে আন্দোলনের ডাক দিয়েছেন ৷
এবিষয়ে বাবুল সুপ্রিয় বলেন, "স্কুলে বাংলা মাধ্যম তুলে দেওয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছে, আমি তাকে কখনই সমর্থন করি না ৷ এই প্রস্তাবের বিরোধিতা করছি ৷ যাঁরা আন্দোলন করছেন তাঁরা যদি আমাকে রাজনৈতিকভাবে কিংবা নাগরিক সমাজের তরফে স্মারকলিপি দেন তাহলে আমি নিশ্চয় সেই বিষয়ে মন থেকে ব্যবস্থা নেব ৷ "