দুর্গাপুর, 9 জুন : অস্ত্র নিয়ে তৃণমূল কর্মীদের উপর হামলা । জখম 5-6 জন । ঘটনাটি দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডের আমরাই মোড়ের ।
7 জুন এই 12 নম্বর ওয়ার্ডের আরতি গ্রামের দুই যুবকের সঙ্গে আমরাই গ্রামের কয়েকজন যুবকের বচসা বাধে । দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয় । সেদিনের মতো সংঘর্ষ মিটিয়ে দুর্গাপুর থানার পুলিশ তাদের সরিয়ে দিলেও আজ আবার সংঘর্ষ বাধে দু'পক্ষের মধ্যে । প্রায় 16 টি বাইক নিয়ে 30-35 জন সশস্ত্র দুষ্কৃতী এসে ইস্পাত কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ের বাইরে তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় । ঘটনায় 5-6 জন তৃণমূল নেতা জখম হন ।