দুর্গাপুর, 19 অক্টোবর: জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ছিল, মৃত্যুযোগ রয়েছে (Astrologer Predictions Become True) ৷ তাই নিদান হিসাবে বাড়ি থেকে দূরে পাঠানোর কথা বলেছিলেন জ্যোতিষী ৷ কিন্তু, শেষরক্ষা হল না ৷ বুধবার 19 বছরের তরুণ ধীরাজ রায়ের রহস্যময়ভাবে পঁচাগলা দেহ উদ্ধার হল দুর্গাপুরের কাঁকসার খাটপুুকুরে হাইড্রেনের নীচ থেকে (Youth Body Recovers in Durgapur) ৷ ধীরাজ কলকাতার টালিগঞ্জের বাসিন্দা ৷ জ্যোতিষের কথা শুনে তাঁকে দুর্গাপুরে মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল পরিবারের সদস্যরা ৷
পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে ধীরাজের মামার বাড়ির কাছে 19 নম্বর জাতীয় সড়কের পাশে বাঁশকোপার এলএনটি মোড়ে একটি হাইড্রেনের মধ্যে থেকে পঁচা গন্ধ পান স্থানীয়রা ৷ নীচে নেমে দেখা যায়, জলের মধ্যে একটি দেহ ভাসছে ৷ সঙ্গে সঙ্গে কাঁকসা থানায় খবর দেন স্থানীয়রাই ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে (Body Recovered in Durgapur) ৷ হাইড্রেনের নীচ থেকেই উদ্ধার হয় ধীরাজের সাইকেল ৷ পুলিশ ওই তরুণের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ পুলিশের অনুমান কোনওভাবে সাইকেল নিয়ে হাইড্রেনের ভিতরে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তরুণের ৷ তবে, ময়নাতদন্তের রিপোর্ট না-এলে নিশ্চিতভাবে কিছু বলতে চায়নি পুলিশ ৷