আসানসোল, 28 অক্টোবর : দু'দিন আগেই দুর্গাপ্রতিমা নিরঞ্জন হয়েছে আসানসোল পৌরনিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয়ে ৷ সামনে ছটপুজো ৷ ছটপুজোর সময় পুকুরঘাট অপরিষ্কারের অভিযোগ ওঠে ৷ সেই অভিযোগ যাতে না ওঠে আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি গতকালই ঘাট পরিষ্কারের নির্দেশ দেন ৷ আজ সকাল থেকেই তার তৎপরতার ছবি দেখা গেল বিভিন্ন ঘাটে ৷ কুলটির সীতারামপুর স্টেশন রোডের শিবমন্দির পুকুর সাফাইয়ের কাজ দেখা গেল সকাল থেকেই ৷
ছটপুজোর জন্য তড়িঘড়ি ঘাট পরিষ্কারের কাজ চলছে আসানসোলে - asansol municipality
দুর্গাপুজোর পর ছটপুজো ৷ ছটপুজোয় পুকুরঘাট অপরিষ্কারের অভিযোগ ওঠে ৷ এবার যাতে সেই অভিযোগ না ওঠে তার জন্য তৎপর আসানসোল পৌরনিগম ৷
আজ সকালে প্রশাসক বোর্ডের সদস্যকে পুকুরপাড়ে দাঁড়িয়ে থেকে তৎপরতার সঙ্গে কাজ পরিদর্শন করতে দেখা যায় ৷ চেয়ারম্যানের নির্দেশমতো 72 ঘণ্টার মধ্যে সমস্ত ঘাট পরিষ্কার করতে হবে ৷ সামনে ছটপুজো ৷ আসানসোলে মহাধুমধামে তা পালিত হয় ৷ সেই কারণেই কার্যত কুলটি এলাকায় আজ সকাল থেকেই ঘাট পরিষ্কারের কাজ শুরু হয় ৷
প্রশাসক বোর্ডের সদস্য মির হাসিম এবিষয়ে বলেন, "আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের বৈঠকের সিদ্ধান্ত অনুসারে আগামী 30 অক্টোবরের মধ্যে পৌরনিগম এলাকায় থাকা সমস্ত জলাশয়ের ঘাটগুলির সংস্কার করা হচ্ছে । ছটপুজোর আগে অনেকেই অভিযোগ তোলেন ঘাট পরিষ্কার নেই । পুজোর সময় দেখবেন কারোর কোনও অভিযোগ থাকবে না ।"