আসানসোল, 10 ডিসেম্বর : বাজারে চড়া দাম পিঁয়াজের । সরকারের তরফে সুফল বাংলায় মিলছে তুলনামূলক কম দামে পিঁয়াজ । ভ্রাম্যমান গাড়ি বা স্টলে মজুত রাখা হচ্ছে পিঁয়াজের স্টক । কিন্তু এই সুবিধে থেকে ব্রাত্য আসানসোল । ফলে এই অগ্নিমূল্য বাজারে রাজ্যের অন্য জায়গায় 59 টাকা কেজি পিঁয়াজ পাওয়া গেলেও আসানসোলের বাসিন্দাদের কিনতে হচ্ছে সেই চড়া দামেই । কারণ আসানসোলে নেই সুফল বাংলার কোনও গাড়ি বা স্টল ।
গত বছর জুলাই নাগাদ আসানসোলে উদ্বোধন হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন বিভাগের সুফল বাংলা প্রকল্পের ভ্রাম্যমাণ বিপণি গাড়ির । কিন্তু কয়েকদিন পরই বাজার থেকে সেই গাড়িটি উধাও হয়ে যায় । বর্তমানে রাজ্য সরকার যখন সুফল প্রকল্পে গোটা রাজ্যে কম দামে পিঁয়াজ দিচ্ছে তখন বঞ্চিত হচ্ছে আসানসোলবাসী । আসানসোলের বাসিন্দারা গাড়িটি খোঁজাখুঁজি করলেও তা পাওয়া যাচ্ছে না । গোটা জেলায় নেই সুফল বাংলার কোনও স্টলও ।
2018 সালের 24 জুলাই রাজ্যের মন্ত্রী মলয় ঘটক উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন বিভাগের অধীনে সুফল বাংলা প্রকল্পের ওই ভ্রাম্যমাণ বিপণি গাড়িটি । সরকারি মূল্যে সবজি থেকে শুরু করে নানা রাজ্যের চাল মিলত এতে । অল্পদিনেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে । কিন্তু হঠাৎই বাজার থেকে উধাও হয়ে যায় । কেন বন্ধ হয়ে গেল এই বিপণি গাড়ি তার কোনও সঠিক কারণ সরকারি আধিকারিকরা দেখাতে পারেননি । অন্যদিকে, পশ্চিম বর্ধমান জেলায় কোনও সুফল কেন্দ্রও নেই । ফলে সুফল বাংলা প্রকল্পে ৫৯ টাকা কেজি দরে পিঁয়াজ কেনা থেকে বঞ্চিত হচ্ছে আসানসোলের বাসিন্দারা ।
দেখুন কী বললেন কৃষি বিপণন বিভাগের সেক্রেটারি শুভ্রাংশু সিংহরায় বিষয়টি স্বীকার করে নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন বিভাগের সেক্রেটারি শুভ্রাংশু সিংহরায় । তাঁর কথায়, "বর্তমানে এই জেলায় সুফল কেন্দ্র নেই । আমরা একটি ভ্রাম্যমাণ গাড়ি শুরু করেছিলাম । সেটিও নানা কারণে বন্ধ হয়ে গেছে । এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা আসানসোলের মানুষকে কম দামে পিঁয়াজ দিতে পারছি না । তবে আগামী দিনে সরকারিভাবে যদি দেড় হাজার স্কয়্যার ফিট একটি ঘর পাওয়া যায় তবে স্থায়ী সুফল কেন্দ্র আসানসোলে গড়ে তুলব ।"