কুলটি, 8 অগস্ট : নাবালিকা পাচারের ঘটনা সামনে আসতেই এবার আরও কড়া হাতে নামল পুলিশ । কুলটির লছিপুর নিষিদ্ধপল্লী এলাকার একটি বড় অংশ সিল করে দিল পুলিশ । শনিবার প্রায় দেড়শো ঘর এবং দোকান সিল করে দেয় কুলটি থানার পুলিশ ।
Kulti Redlight Area : লছিপুর যৌনপল্লীর একাংশ সিল করল পুলিশ - Asansol Durgapur Police Commissionerate
নাবালিকাদের দিয়ে দেহব্যবসার অভিযোগ, তার উপর নৈশকালীন কার্ফু ভেঙে চলছিল যৌনপল্লী । শনিবার তাই আরও কঠোর হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট । লছিপুর যৌনপল্লীর একটা বড় অংশে ঘর এবং দোকানগুলিকে সিল করে দেওয়া হল । মোট 150 টি রুম এবং দোকানকে সিল করে দেওয়া হয় ।
তিনদিন আগেই গভীর রাতে কুলটির লছিপুর যৌনপল্লীতে বড়সড় অভিযান চালিয়েছিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট, পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস । ওই অভিযানে 36 জন নাবালিকাকে উদ্ধার করা হয় । ইতিমধ্যেই তাদের রাজ্যের বিভিন্ন হোমে পাঠানো হয়েছে । নাবালিকা পাচারের ঘটনায় এবং মদত দেওয়ার অভিযোগে 28 জনকে গ্রেফতার করে মামলা রুজু করা হয়েছে ।
প্রথমত নাবালিকাদের দিয়ে দেহব্যবসার অভিযোগ, তার উপর নৈশকালীন কার্ফু ভেঙে চলছিল যৌনপল্লী । শনিবার তাই আরও কঠোর হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট । লছিপুর যৌনপল্লীর একটা বড় অংশে ঘর এবং দোকানগুলিকে সিল করে দেওয়া হল । মোট 150 টি রুম এবং দোকানকে সিল করে দেওয়া হয় । প্রায় 500 ঘর ও দোকান আছে লছিপুর যৌনপল্লীতে । যে এলাকাগুলি থেকে নাবালিকাদের উদ্ধার করা হয়েছে, সেখানকার ঘর ও দোকানগুলিকেও সিল করে দেওয়া হয় ।