আসানসোল, 3 জানুয়ারি: ফের 14 দিনের জন্য জেল হেফাজতে (Jail Custody) পাঠানো হল অনুব্রত মণ্ডলকে (Jail Custody for Anubrata)৷ শুক্রবার তাঁর জামিনের কোনও আবেদন জানানো হয়নি ৷ এই মামলার পরবর্তী শুনানি 17 ফেব্রুয়ারি ৷
ফের 14 দিনের জেল হেফাজতে অনুব্রত: শুক্রবার গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই আদালতে (Asansol CBI Court) তোলা হয় । অল্পক্ষণের শুনানির পরেই সিবিআই আদালতের বিচারক পুনরায় 14 দিনের জেল হেফাজতে পাঠান বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে । আগামী 17 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ।
জামিনের আবেদন করা হয়নি: এ দিন কোনও জামিনের আবেদন করা হয়নি অনুব্রত মণ্ডলের আইনজীবীর পক্ষ থেকে । আসানসোল সংশোধনাগার থেকে বেরনোর পর ও আসানসোল সিবিআই কোর্টে ঢোকার মুখে কেষ্টর উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, দল কি তাঁর পাশে আছে ? তবে কোনও জবাব না দিয়ে মুখ বুজে আদালতে ঢুকে যান বীরভূম তৃণমূলের জেলা সভাপতি ।
আগের শুনানিতে বিস্ফোরক দাবি করেছিল সিবিআই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বীরভুম সফরে, তখনই অনুব্রতর ঘনিষ্ঠদের বৃহস্পতিবার জেরা করেছে সিবিআই । আর তারপরেই অনুব্রত মণ্ডলের গরু পাচার মামলার শুনানি হল শুক্রবার । গত 19 জানুয়ারি শেষবার অনুব্রত মণ্ডলের শুনানি হয়েছিল আসানসোল সিবিআই আদালতে । সে দিন 177টি অ্যাকাউন্টের সন্ধান দিয়েছিল সিবিআই ।
'বিভিন্ন অ্যাকাউন্ট ঘুরে টাকা অনুব্রতর অ্যাকাউন্টে ঢোকে': সমবায় ব্যাংকে এই অ্যাকাউন্টগুলি করা হয়েছিল সরকারি সুবিধে পাওয়ার জন্য উপভোক্তাদের নামে । অথচ যাঁদের অ্যাকাউন্ট তাঁরা কিছুই জানেন না, এমনকী তাঁরা সই পর্যন্ত করেননি বলে আদালতে করেছিল সিবিআই । এমনকী সিবিআইয়ের দাবি ছিল, একজন ব্যক্তি এই অ্যাকাউন্টগুলি পরিচালনা করছিলেন । এই অ্যাকাউন্টগুলি থেকে বিভিন্ন অ্যাকাউন্ট হয়ে টাকা ঢুকেছিল অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ের চাল কলের দুটি অ্যাকাউন্টে ।