পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুরে কোরোনায় আক্রান্ত আরও 1 ডেপুটি ম্যাজিস্ট্রেট

দুর্গাপুরে আরও এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের শরীরে ধরা পড়ল কোরোনা ভাইরাস ৷ এর আগে শুক্রবারই আরও এক ডেপুটি ম্যাজিস্ট্রেট কোরোনা আক্রান্ত বলে জানা গিয়েছিল ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

By

Published : Jun 29, 2020, 12:18 AM IST

দুর্গাপুর, 28 জুন : কোরোনায় আক্রান্ত হলেন দুর্গাপুর মহকুমা প্রশাসনিক দপ্তরের আরও এক ডেপুটি ম্যাজিস্ট্রেট ৷ এই নিয়ে মোট দু'জন ডেপুটি ম্যাজিস্ট্রেট কোরোনায় আক্রান্ত হলেন ৷ কবে খোলা হবে দুর্গাপুর মহকুমা প্রশাসনিক দপ্তর-সহ এই ভবনে থাকা রাজ্য সরকারের বাকি দপ্তরগুলি ? তার সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল ৷

উল্লেখ্য, দু'দিন আগে দুর্গাপুর মহকুমা প্রশাসনের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট কোরোনা আক্রান্ত বলে জানা যায় ৷ তাঁকে দুর্গাপুরের কাঁকসার মলানদিঘিতে কোরোনা হাসপাতালে ভরতি করা হয় ৷ দুর্গাপুর সিটি সেন্টারে মহকুমা প্রশাসন ভবনের সঙ্গে রয়েছে রাজ্য সরকারের খাদ্য দপ্তর, পরিবহন দপ্তর, ক্রেতা সুরক্ষা বিষয়ক দপ্তর ৷ এছাড়াও দুর্গাপুর মহকুমা আদালত, পোস্ট অফিস ও ট্রেজ়ারি রয়েছে এই ভবনে ৷

একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট আক্রান্ত হওয়ার ঘটনার পর তিনদিনের জন্য এই ভবন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ ওই আক্রান্তের সংস্পর্শে আসা 48জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ তারপরই আরও একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট কোরোনায় আক্রান্ত বলে আজ জানা গিয়েছে ৷

দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে বলেন, "মোট দু'জন ডেপুটি ম্যাজিস্ট্রেট কোরোনায় আক্রান্ত ৷ তাঁরা সনকা হাসপাতালে চিকিৎসাধীন ৷" দু'জন ডেপুটি ম্যাজিস্ট্রেট কোরোনায় আক্রান্ত হওয়ার পরই আতঙ্ক ছড়িয়েছে ৷ কারণ এই দু'জন ডেপুটি ম্যাজিস্ট্রেট বহু মানুষের সংস্পর্শে এসেছিলেন বলে জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details