দুর্গাপুর, 14 এপ্রিল:অণ্ডালে যখন অমিত শাহের বিমান অবতরণ করল, বাইরে তখন তাপমাত্রা 40-এর গণ্ডি ছাড়িয়েছে ৷ কার্যত তাপপ্রবাহ চলছে ৷ এর মাঝেই শুক্রবার বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন রাজ্য বিজেপির প্রথম সারির প্রায় সব নেতাই ৷ পদ্ম ফুল এবং উত্তরীয় পরিয়ে শাহ বরণ করেন তাঁরা ৷ কিন্তু এক জনের উত্তরীয় রেখে বাকি সকলের উত্তরীয়ই গলা থেকে খুলে ফেলতে দেখা গেল অমিত শাহকে ৷ যার কারণ হিসাবে, তীব্র দাবদাহকেই দায়ী করছেন রাজ্য বিজেপি নেতারা ৷
বাংলা নতুন বছরের ঠিক আগের দিন রাজ্যে পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তীব্র গরমে পুড়ছে রাজ্য। তাপপ্রবাহে নাভিশ্বাস উঠেছে বঙ্গবাসীর। আর সেইসময় বীরভূম সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন দিল্লী থেকে বায়ুসেনার বিশেষ বিমানে অণ্ডাল বিমানবন্দরে আসেন অমিত শাহ ৷ দুপুর একটা নাগাদ যখন কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছয় অমিত শাহের বিমান, তখন তাপমাত্রা 41 ডিগ্রি সেন্টিগ্রেড । সেখান থেকে বীরভূমের সিউড়িতে নির্ধারিত দলীয় কর্মসূচিতে যান স্বরাষ্ট্রমন্ত্রী ৷ কিন্তু বীরভূমের জনসভায় যাওয়ার আগেই কাজী নজরুল বিমানবন্দরে অবতরণের পর অন্য মেজাজে দেখা গেল অমিত শাহকে ৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বিমানবন্দর চত্বরে ত্রি-স্তরীয় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করে প্রশাসন। অমিত শাহকে স্বাগত জানাতে বিমানবন্দরেই পৌঁছে গিয়েছিলেন রাজ্য বিজেপির হেভিওয়েট নেতারা। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, সাংসদ এসএস আলুওয়ালিয়া-সহ পশ্চিম বর্ধমানের গেরুয়া শিবিরের প্রথম সারির নেতা-নেত্রীরা। কিন্তু আঁটোসাটো নিরাপত্তার জেরে বিজেপি নেতাদেরও একটি নির্দিষ্ট দূরত্বে এদিন দাঁড়িয়ে থাকতে হয় ৷ যদিও বিমান থেকে নেমে বিজেপি নেতাদের দিকে নিজেই এগিয়ে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷