পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Patient Death Controversy : রোগীমৃত্যুতে গাফিলতির অভিযোগ, দুর্গাপুরের হাসপাতালে বিক্ষোভ - বিক্ষোভ

রোগীমৃত্যু ঘিরে অশান্তি ৷ হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ৷ ক্ষতিপূরণের দাবিতে দফায় দফায় বিক্ষোভ দেখালেন রোগীর পরিবারের সদস্য ও আত্মীয়রা ৷ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ঘটনা ৷

allegations of negligence in patient death, protest at Durgapur hospital
Patient Death Controversy : রোগীমৃত্যুতে গাফিলতির অভিযোগ, দুর্গাপুরের হাসপাতালে বিক্ষোভ

By

Published : Jul 29, 2021, 6:24 PM IST

দুর্গাপুর, 29 জুলাই :রোগীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ৷ ক্ষতিপূরণের দাবিতে দফায় দফায় বিক্ষোভ রোগীর পরিবারের সদস্য ও আত্মীয়দের ৷ ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ৷

আরও পড়ুন :রামপুরহাট মেডিকেলে অক্সিজেনের অভাবে 4 করোনা রোগীর মৃত্যুর অভিযোগ

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শেখ রমজান আলি ৷ বয়স 45 বছর ৷ তিনি দুর্গাপুরেরই আমরাই গ্রামের বাসিন্দা ছিলেন ৷ গত 26 জুলাই গল ব্লাডারে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হন তিনি ৷ পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের পরই অসুস্থ হয়ে পড়েন রমজান ৷ ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ৷ বুধবার রাতে ফের অস্ত্রোপচার করা হয় রমজানের ৷ চিকিৎসকদের দাবি, এরপর অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয় তাঁর ৷

বৃহস্পতিবার সকালে রোগীর পরিবারের সদস্য ও আত্মীয়দের তাঁর মৃত্যুর খবর জানানো হয় ৷ এরপরই হাসপাতালের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ দফায় দফায় শুরু হয় বিক্ষোভ ৷ হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হন মৃতের আত্ময়ীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ ৷ তাদের দেখে আরও উত্তেজিত হয়ে পড়েন বিক্ষোভকারীরা ৷ পুলিশকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন তাঁরা ৷

আরও পড়ুন :মৃতদেহ নিতে অস্বীকার, চিকিৎসায় গাফিলতির অভিযোগে নার্সিংহোমে ধরনা পরিজনদের

যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ হাসপাতালের সুপার দুর্গাদাস রায় জানিয়েছেন, রোগীর পরিবারের সঙ্গে কোনও অসহযোগিতা করা হয়নি ৷ চিকিৎসকরাও সাধ্যমতো ওই ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details