পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেমারিতে এক ব্যক্তির পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ - বিষ দিয়ে পুকুরে মাছ মারার অভিযোগ

পুকুরে মাছ ভাসতে থাকায় চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। কিন্তু কে বা কারা পুকুরে বিষ দিয়ে মাছ মেরেছে তা বুঝতে পারছেন না পুকুরের মালিক।

killing fish
বিষ দিয়ে পুকুরে মাছ মারার অভিযোগ

By

Published : Nov 6, 2020, 9:44 AM IST

মেমারি,5 নভেম্বর : এক ব্যক্তির পুকুরে বিষ দিয়ে সমস্ত মাছ মেরে ফেলার অভিযোগ উঠল । পূর্ব বর্ধমানের মেমারির আলিপুর এলাকার ঘটনা ।

বৃহস্পতিবার সকালের দিকে পুকুরে মরা মাছ ভাসতে দেখা যায়। চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। কিন্তু কে বা কারা পুকুরে বিষ দিয়েছে তা বুঝতে পারেননি পুকুরের মালিক।

পুকুরের মালিক বিমল বিশ্বাস বলেন, পুকুরের ধারে ঘুরে বেড়ানোর সময় দেখি বিষের গন্ধ বেরোচ্ছে। কিছুটা দূরে গিয়ে দেখি জলে বিষের বোতল ভাসছে। তারপর আমরা বেশ কিছু ওষুধ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু কোনও কিছুই হল না। সকাল হতে পাড়া-প্রতিবেশী সবাইকে ডাকাডাকি করলাম। এখানে-ওখানে মাছ ভাসতে শুরু করেছে।"

তিনি বলেন,"পুকুরে 2500 কেজির বেশি মাছ ছিল। সব মরে গেছে। এলাকায় কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল না। বুঝতে পারছি না কে বা কারা শত্রুতা করে পুকুরে বিষ দিয়ে গেল।"

ABOUT THE AUTHOR

...view details