আসানসোল, 27 এপ্রিল : আসানসোলে আজ সর্বদলীয় বৈঠক করলেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে । আসানসোলের এডিডিএ গেস্ট হাউজ়ে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি । দলের প্রতিনিধিদের অভিযোগ শোনেন এবং তাদের আশ্বস্ত করেন।
আজ দুপুরে আসানসোলের পোলো গ্রাউন্ডে চপারে নামেন বিবেক দুবে। সেখান থেকে গাড়িতে আসানসোলের এডিডিএ গেস্ট হাউজ়ে যান । সঙ্গে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক শশাঙ্ক শেঠি,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা । বৈঠক শেষে CPI(M)-র প্রতিনিধি বংশগোপাল চৌধুরি বলেন, "গ্রামাঞ্চল, শহরাঞ্চল এবং খনি অঞ্চলে ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি আমরা জানিয়েছি । শহরাঞ্চলে বার্নপুর, কুলটি, আসানসোল জামুড়িয়া এবং রানিগঞ্জে কিছু অতি স্পর্শকাতর বুথের কথা বলা হয়েছে পুলিশ অবজারভারকে। কিছু জায়গায় পুলিশের কাজ নিন্দনীয়। আমরা আজ লিখিতভাবেও বিষয়টি জানিয়েছি।"