আসানসোল, 27 ফেব্রুয়ারি: ভোটের ঢাকে কাঠি পড়তেই আদর্শ আচরণবিধি নিয়ে সর্বদলীয় বৈঠক করল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ৷ শনিবার এডিডিএ কনফারেন্স হলে এই বৈঠকের আয়োজন করা হয় ৷
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক পূর্ণেন্দু মাজি, আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন-সহ সংশ্লিষ্ট প্রশাসনের অন্য় আধিকারিকরা ৷ বৈঠকে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও ৷
নির্বাচন কমিশনের পক্ষে জেলার নির্বাচনী আধিকারিক পূর্ণেন্দু মাজি সবাইকেই আদর্শ আচরণবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য পেশ করেন এবং তা সকলকে মেনে চলার অনুরোধ করেন ৷
বৈঠক শেষে পূর্ণেন্দু মাজি জানান, রাজনৈতিক দলগুলি কোনওভাবেই সরকারি বা জনসাধারণের সম্পত্তি ব্যবহার করতে পারবেন না। ইতিমধ্যেই সমস্ত সরকারি সম্পত্তি ও সরকারি অফিস-কাছারি থেকে রাজনৈতিক নেতানেত্রীদের ছবি, ব্য়ানার ও হোর্ডিং সরানোর কাজ শুরু হয়েছে। পরবর্তী 48 ঘণ্টার মধ্যেই এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে ৷
আরও পড়ুন:নির্বাচন পর্বের মধ্যেই বদল মুখ্য নির্বাচন কমিশনারের
শুধুমাত্র ব্যক্তিগত সম্পত্তি যেখানে রয়েছে, সেখানে যদি নির্দিষ্ট সমস্ত নিয়ম-নীতি মেনে প্রচারের স্বার্থে নেতানেত্রীদের ছবি লাগানো হয়, তবে তা লাগানো যেতে পারে ৷ তবে এক্ষেত্রেও কারও বাড়ির দেওয়াল বা সম্পত্তির অংশ ব্যবহার করতে গেলে মালিকের লিখিত অনুমতি বা নো অবজেকশন সার্টিফিকেট বাধ্যতামূলক ৷ এবং সেই সার্টিফিকেট রিটার্নিং অফিসারের কাছে জমা রাখতে হবে।
আদর্শ আচরণবিধি নিয়ে বৈঠক পশ্চিম বর্ধমানে এছাড়াও, এদিন আদর্শ আচরণবিধির বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলিকে অবগত করেন জেলার নির্বাচনী আধিকারিক। জেলায় ভোট যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হয়, তার অনুকূল পরিবেশ তৈরি করতে রাজনৈতিক দলগুলির কাছে সহযোগিতা চেয়েছেন তিনি ৷