পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Protest for Illegal construction: এলাকায় প্রমোটার-রাজ, কৃষি জমির উপর বেআইনি নির্মাণ ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর

প্রোমোটারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ ৷ ক্ষতিগ্রস্থ গ্রামের মানুষজন বসে পড়ল আন্দোলনে । দুর্গাপুরের গোপালমাঠে ব্যাপক উত্তেজনা (Illegal construction in Durgapur) ৷ ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ ৷

Protest for Illegal construction
ETV Bharat

By

Published : Dec 1, 2022, 11:02 PM IST

দুর্গাপুর, 1 ডিসেম্বর: কৃষি জমির উপর তৈরি হচ্ছে বেআইনি নির্মাণ ৷ তার জেরেই নিয়ে যাওয়া যাচ্ছে না কোনও টাক্ট্রর ৷ এমনকী স্থানীয় শ্মশানে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে ৷ দুর্গাপুরের গোপালমাঠ এলাকার কৃষি জমির উপর তৈরি হওয়া এই বেআইনি নির্মাণ ঘিরে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ৷ এই নির্মাণের প্রতিবাদেই বৃহস্পতিবার বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা (agitation breaks out in protest of illegal construction) ৷

প্রোমোটারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ । বেআইনি নির্মাণের জেরেই সমস্যায় পড়েছেন এলাকাবাসী ৷ একাধিবার বিষয়টি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও দুর্গাপুর নগর নিগমকেও বিষয়টি জানানো হলেও কোনও কাজ হয়নি, অভিযোগ এলাকাবাসীর ৷ এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে চলতি মাসের 18 তারিখ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অফিসের সামনে বিক্ষোভও দেখান ক্ষতিগ্রস্থ মানুষজন ৷ কিন্তু কাজ না-হওয়ায় বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল থেকে গোপালমাঠের সামনে গণ অবস্থানে বসেন স্থানীয়রা । স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে বেআইনি নির্মাণ ভেঙে শ্মশানে যাওয়ার রাস্তা পরিষ্কার করে দিতে হবে ৷ এই দাবিতে ঐ প্রোমোটারের অফিসের সামনে আন্দোলনে সামিল হন ক্ষতিগ্রস্থরা । এলাকাবাসীর অভিযোগ কোনও প্রভাবশালীর মদতে ওই প্রমোটার বেআইনি নির্মাণ করছেন ৷

কৃষি জমির উপর বেআইনি নির্মাণের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

আরও পড়ুন: পুকুর বুজিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ, ‘টক টু মেয়রে’ জানিয়েও হয়নি সুরাহা

গ্রামবাসীদের এই আন্দোলনকে সমর্থন করে তাদের পাশে দাঁড়িয়েছেন সিপিআইএম নেতা হারাধন সাঁই ৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, ‘‘একাধিকবার বলা সত্ত্বেও কেনও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করছেন প্রোমোটাররা সেটাই তো বোঝা যাচ্ছে না, আন্দোলনকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য যতদূর যেতে হয় ততদূর যাব ৷’’ তৃণমূলকে একহাত নিয়েছে জেলা বিজেপি নেতা অভিজিত দত্ত ৷ সব মিলিয়ে এই ঘটনার প্রতিবাদে গ্রামবাসীদের আন্দোলনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের গোপালমাঠ এলাকাতে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, কিন্তু আন্দোলন মঞ্চ থেকে ক্ষতিগ্রস্থ মানুষজন ঘোষণা করে দেন দাবি না মানা পর্যন্ত জাতীয় সড়কের সার্ভিস রোডের ধারে তাঁরা সাত দিন অবস্থানে বসে থাকবেন তাঁরা।

ABOUT THE AUTHOR

...view details