দুর্গাপুর, 1 ডিসেম্বর: কৃষি জমির উপর তৈরি হচ্ছে বেআইনি নির্মাণ ৷ তার জেরেই নিয়ে যাওয়া যাচ্ছে না কোনও টাক্ট্রর ৷ এমনকী স্থানীয় শ্মশানে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে ৷ দুর্গাপুরের গোপালমাঠ এলাকার কৃষি জমির উপর তৈরি হওয়া এই বেআইনি নির্মাণ ঘিরে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ৷ এই নির্মাণের প্রতিবাদেই বৃহস্পতিবার বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা (agitation breaks out in protest of illegal construction) ৷
প্রোমোটারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ । বেআইনি নির্মাণের জেরেই সমস্যায় পড়েছেন এলাকাবাসী ৷ একাধিবার বিষয়টি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও দুর্গাপুর নগর নিগমকেও বিষয়টি জানানো হলেও কোনও কাজ হয়নি, অভিযোগ এলাকাবাসীর ৷ এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে চলতি মাসের 18 তারিখ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অফিসের সামনে বিক্ষোভও দেখান ক্ষতিগ্রস্থ মানুষজন ৷ কিন্তু কাজ না-হওয়ায় বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল থেকে গোপালমাঠের সামনে গণ অবস্থানে বসেন স্থানীয়রা । স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে বেআইনি নির্মাণ ভেঙে শ্মশানে যাওয়ার রাস্তা পরিষ্কার করে দিতে হবে ৷ এই দাবিতে ঐ প্রোমোটারের অফিসের সামনে আন্দোলনে সামিল হন ক্ষতিগ্রস্থরা । এলাকাবাসীর অভিযোগ কোনও প্রভাবশালীর মদতে ওই প্রমোটার বেআইনি নির্মাণ করছেন ৷