দুর্গাপুর, 17 এপ্রিল : লকডাউনের মাঝে কেমন আছে বিচারাধীন বন্দীরা ৷ তা দেখতে দুর্গাপুরের ফুলঝোড়ে মহকুমা উপ-সংশোধনাগার এবং দুর্গাপুর মুক্ত সংশোধনাগারপরিদর্শনে এলেন ADG ( কারা ) পীযুষ পান্ডে ৷ পরিদর্শনের পর তিনি বলেন, কোরোনা সংক্রমণের হাত থেকে ওরা এখানেই ভালো আছেন, সুস্থ আছেন ৷
কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে৷ এই সময় কেমন আছে বিচারাধীন বন্দীরা ? তাদের খবর নিতেই আজ দুর্গাপুর উপ-সংশোধনাগারে এলেন ADG (কারা) পীযূষ পান্ডে । তিনি দুর্গাপুর মহকুমা উপ -সংশোধনাগারে থাকা বন্দীদের খোঁজ নেন । কেউ অসুস্থ আছেন কি না তা জানতে চান । সেখান থেকে তিনি যান মুক্ত সংশোধনাগারে ৷ সেখানে থাকা আসামিদের কাছে গিয়ে তাদের খোজখবর নেন । শুধু খোঁজখবর নেন তাই নয় , কোরোনা সম্পর্কে সচেতনও করেন তিনি ।